অন্ধকার ছিল বলেই
অন্ধকারকে কেন তুমি ভয় পাও? এই অন্ধকারেই তুমি জেগেছিলে
সপ্তর্ষিমন্ডলে সদস্য হয়ে। আলোর ছটায় যে রূপ সে তো অন্ধকারের,
অন্ধকারকে যদি ভয়ঙ্কর বলে জানো সে জ্ঞান তোমার সম্পূর্ণ নয়,
ধীরে ধীরে সব আলো নিবিয়ে শান্তি খুঁজে পেতে তুমিও তো
অন্ধকারেই প্রবেশ কর। অন্ধকারেই একদা শুরু হয়েছিল তোমার জীবন,
কই সেদিন তো বলোনি, অন্ধকার, তুমি ভয়ঙ্কর! অন্ধকার ছিল
বলেই তোমার শরীর রূপ পেয়েছে, তোমার মনের ছায়ায় স্বপ্ন জেগেছে
ভাবনায় তোমার আশা উঁকি দিয়েছে, চিন্তায় শক্তি পেয়েছো তুমি।
অন্ধকার ছিল বলেই প্রদীপ জ্বলেছিল, তার সে শিখা অন্ধকারেরই দান,
প্রদীপ প্রার্থনা করেছিলো অন্ধকার যেন তাকে ছুঁয়ে থাকে। অন্ধকার তাই
প্রদীপের নীচেয় ছিল ছায়ার মতন, সারারাত খেলেছিলো প্রদীপের সাথে!
সপ্তর্ষিমন্ডলে সদস্য হয়ে। আলোর ছটায় যে রূপ সে তো অন্ধকারের,
অন্ধকারকে যদি ভয়ঙ্কর বলে জানো সে জ্ঞান তোমার সম্পূর্ণ নয়,
ধীরে ধীরে সব আলো নিবিয়ে শান্তি খুঁজে পেতে তুমিও তো
অন্ধকারেই প্রবেশ কর। অন্ধকারেই একদা শুরু হয়েছিল তোমার জীবন,
কই সেদিন তো বলোনি, অন্ধকার, তুমি ভয়ঙ্কর! অন্ধকার ছিল
বলেই তোমার শরীর রূপ পেয়েছে, তোমার মনের ছায়ায় স্বপ্ন জেগেছে
ভাবনায় তোমার আশা উঁকি দিয়েছে, চিন্তায় শক্তি পেয়েছো তুমি।
অন্ধকার ছিল বলেই প্রদীপ জ্বলেছিল, তার সে শিখা অন্ধকারেরই দান,
প্রদীপ প্রার্থনা করেছিলো অন্ধকার যেন তাকে ছুঁয়ে থাকে। অন্ধকার তাই
প্রদীপের নীচেয় ছিল ছায়ার মতন, সারারাত খেলেছিলো প্রদীপের সাথে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৭/১০/২০১৭হ্যাঁ কবি, অন্ধকার তুমি কার? তুমি সবার, তুমি আমার, তুমি আমার প্রিয়ার সবার ভালবাসার!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/১০/২০১৭অ ন ব দ্য।
-
আজাদ আলী ১৭/১০/২০১৭সুপ্রভাত প্রিয় কবি।খুব ভালো লাগলো।
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭ভালো লাগলো,ধন্যবাদ
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ১৬/১০/২০১৭ভালো লাগলো