সে আছে অতি কাছে
সে আছে অতি কাছে আঁধার-আলোয় মিশে
আছে নয়নধারায় হৃদয় শাখায় পাতায় ফুলে
নব উচ্ছ্বাসে অসীম আশায় চেতনার মূলে
ঋতুর খেলায় বিকশিছে সে মোহন শোভনায়।
আছে নয়নধারায় হৃদয় শাখায় পাতায় ফুলে
নব উচ্ছ্বাসে অসীম আশায় চেতনার মূলে
ঋতুর খেলায় বিকশিছে সে মোহন শোভনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০১৭ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৬/১০/২০১৭ভাল লাগার অনেক কথা ।
সুন্দর ভাবনা । -
আজাদ আলী ১৬/১০/২০১৭"হৃদয় শখায় পা্তায় পাতায়" কথাটি খুব ভালো লাগলো। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি সাথে এক রাশ ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা।
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭সুন্দর আকুতি, ভাল লাগে।
-
কামরুজ্জামান সাদ ১৫/১০/২০১৭সুন্দর লিখেছেন।অনিন্দ্য।