চোখে তাদের রঙ মিশাবো
অযুত তারার আলো জ্বেলে স্বপ্নগুলো ভাসে
রংগিন জোৎস্না ঢেলে। বলছে ওরা, চলতো দেখি
কে পারে ঐ ধরনীতে যেতে সবার আগে।
সেথায় আছে শীতল বাতাস, নদীর ঢেউয়ের খেলা
মনের সাথে মনমিশিয়ে ঘরে ঘরে বর-বধূর মেলা।
আমরা যাবো ছুয়ে দেবো, চোখে তাদের রঙ মিশাবো
হৃদয়ে দেবো দোলা, আশায় আশায় গান ভাসাবো,
মনের খুশী, প্রাণের হাসি ফুলে ফুলে ভরবে বকুল তলা!
রংগিন জোৎস্না ঢেলে। বলছে ওরা, চলতো দেখি
কে পারে ঐ ধরনীতে যেতে সবার আগে।
সেথায় আছে শীতল বাতাস, নদীর ঢেউয়ের খেলা
মনের সাথে মনমিশিয়ে ঘরে ঘরে বর-বধূর মেলা।
আমরা যাবো ছুয়ে দেবো, চোখে তাদের রঙ মিশাবো
হৃদয়ে দেবো দোলা, আশায় আশায় গান ভাসাবো,
মনের খুশী, প্রাণের হাসি ফুলে ফুলে ভরবে বকুল তলা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ১৩/১০/২০১৭Nice writing dear poet
-
কে. পাল ১৩/১০/২০১৭Valo
Kindly ektu banan check kore neben -
Abdullah Al Mamun ১৩/১০/২০১৭Good
-
মধু মঙ্গল সিনহা ১৩/১০/২০১৭সুন্দর প্রিয় কবি, ধন্যবাদ কবি।