স্মৃতির বিষাদ ছায়ায়
সন্ধ্যাসুষমায় কাছে এসেছিলে
ভালবেসেছিলে মিশেছিলে
আমার মনের ছায়ায় – ছিলে সত্য
স্বপ্নের মোহনায় ভাসায়েছিলাম তরী
তুমি আর আমি দুজনায়।
আজ কেন তবে বসে বসে ভাবি
তোমার কথা, গিয়েছ চলে কোন সুদুরে,
আসিবে না আর ফিরে নিয়তির খেলায়।
সত্য সে মিথ্যা নয়, তবু নয় চিরকালের,
রেখে যায় বেদনা স্মৃতির বিষাদ ছায়ায়।
ভালবেসেছিলে মিশেছিলে
আমার মনের ছায়ায় – ছিলে সত্য
স্বপ্নের মোহনায় ভাসায়েছিলাম তরী
তুমি আর আমি দুজনায়।
আজ কেন তবে বসে বসে ভাবি
তোমার কথা, গিয়েছ চলে কোন সুদুরে,
আসিবে না আর ফিরে নিয়তির খেলায়।
সত্য সে মিথ্যা নয়, তবু নয় চিরকালের,
রেখে যায় বেদনা স্মৃতির বিষাদ ছায়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ১৩/১০/২০১৭Sundor
-
কামরুজ্জামান সাদ ১২/১০/২০১৭কবি ভাল লিখেছেন
-
মধু মঙ্গল সিনহা ১২/১০/২০১৭সুন্দর প্রিয় কবি, বেশ ভালো লেগেছে। ।
-
কে. পাল ১২/১০/২০১৭Sundor hpyeche
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/১০/২০১৭সুন্দর