কেমন করে ভুলি
কেমন করে ভুলি তাহার কথা
সাগর জলে ঢেউয়ের ছলে
দিয়েছিল ধূয়ে আমার হৃদয় ব্যথা,
যখন আমি চেয়েছিলাম তাহার মুখের পানে
তাহার চোখের তারা ছড়িয়েছিল আলো আমার গগনে,
বলেছিল, তোমার তরে থাকবে না আর
কোন আঁধার এই ভূবনে, রাতের প্রদীপ
দিলাম জ্বেলে সন্ধ্যা ধ্রুবতারা,
তুমি আর কখনো হবে না পথহারা।
আমি রইব তোমার সনে, তোমার মনে
দিলাম এঁকে স্বপ্ন-আশায় অমর মধুরতা।
সাগর জলে ঢেউয়ের ছলে
দিয়েছিল ধূয়ে আমার হৃদয় ব্যথা,
যখন আমি চেয়েছিলাম তাহার মুখের পানে
তাহার চোখের তারা ছড়িয়েছিল আলো আমার গগনে,
বলেছিল, তোমার তরে থাকবে না আর
কোন আঁধার এই ভূবনে, রাতের প্রদীপ
দিলাম জ্বেলে সন্ধ্যা ধ্রুবতারা,
তুমি আর কখনো হবে না পথহারা।
আমি রইব তোমার সনে, তোমার মনে
দিলাম এঁকে স্বপ্ন-আশায় অমর মধুরতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সাখাওয়াত হোসেন ১১/১০/২০১৭প্রিয় কবি, বেশ ভালো লেগেছে। শুভেচ্ছা জানবেন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/১০/২০১৭বেশ মধুময় ।।
-
আজাদ আলী ১০/১০/২০১৭খুব সুন্দর প্রিয় কবি, শুভেচ্ছা নিরন্তর............।।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১০/১০/২০১৭ভালো
-
কে. পাল ০৯/১০/২০১৭Bess