ভুলে গিয়ে করো না ভুল
ভুলে গিয়ে করো না ভুল,
জীবনের যা কিছু অপ্রতুল
যাকে ভাবো ছোট
অপাংতেয়, অপ্রয়োজনীয়
সেই হবে একদিন ব্যথার কারণ।
সেই ছিল জীবনে তোমার একান্ত আপন,
পেয়েছো আর যা কিছু সেতো
নয় সেই অশ্রুজলের সমান।
সাগরের ঢেউ থেকেও
বিমল অমলিন,
যেও না ভুলে, চোঁখের জলের সেই মধুর কাঁদন,
ব্যথাভরা সেই আঁখি হৃদয় দিয়ে
ভালোবেসেছিলে, হেসেছিলে একসাথে, একদিন।
জীবনের যা কিছু অপ্রতুল
যাকে ভাবো ছোট
অপাংতেয়, অপ্রয়োজনীয়
সেই হবে একদিন ব্যথার কারণ।
সেই ছিল জীবনে তোমার একান্ত আপন,
পেয়েছো আর যা কিছু সেতো
নয় সেই অশ্রুজলের সমান।
সাগরের ঢেউ থেকেও
বিমল অমলিন,
যেও না ভুলে, চোঁখের জলের সেই মধুর কাঁদন,
ব্যথাভরা সেই আঁখি হৃদয় দিয়ে
ভালোবেসেছিলে, হেসেছিলে একসাথে, একদিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৯/১০/২০১৭Baahh
-
মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭অনবদ্য