কলসীর জলে
কলসী কাকে ঘরের বধূ ফিরে চলে ঘরে
সাঁঝবেলায় আবছায়া ছায়ার আলোয়,
দীপ্তপায়ের ঝলকে ছল ছল ঢেউ ওঠে
কলসীর জলে। কান পেতে শোনে বধূ
তরঙ্গের কানাকানি, এসেছে সাগর হতে
স্বপ্নে আঁকিয়া দিতে ছোট তার গৃহখানি।
সাঁঝবেলায় আবছায়া ছায়ার আলোয়,
দীপ্তপায়ের ঝলকে ছল ছল ঢেউ ওঠে
কলসীর জলে। কান পেতে শোনে বধূ
তরঙ্গের কানাকানি, এসেছে সাগর হতে
স্বপ্নে আঁকিয়া দিতে ছোট তার গৃহখানি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৬/১০/২০১৭অনবদ্য
-
আজাদ আলী ০৬/১০/২০১৭Valo vabna
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/১০/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ০৬/১০/২০১৭Valo laaglo