শান্তি আসুক তোমাদের ঘরে
দুর্গা এল নিজের প্রতিমা দেখতে, আর সবাই তাকে
সর সর বলে তাড়িঁয়ে দিল দূরে, সবাই দেখলো ছেড়া ময়লা পোশাক
দেখল না কেউ দুর্গামাকে, সে এল দীন-দরিদ্র বেশে - তাই বলে কী?
একমুঠো প্রসাদ চাইল মন্দিরের দ্বারে এসে। আসতে পথে
অনেক কষ্ট অনাহারে, ভাত জোটেনি কতদিন হল,
পরনের কাপড়খানাও ছেড়া, লজ্জা কি তার নিবারণ করবার?
কত কষ্ট, খোঁজ নিল কি কেউ? সবাই আছে তাকিয়ে
সে আসবে সোনার নৌকা চড়ে, কিন্তু জানল কি কেউ
এ সংসারে সে এসেছে কাঁদামাটির ধূলা ঠেলে পায়ে হেঁটে সবার দ্বারে?
তার আগমনে তাই কেউ বাজালো না ডংকা-ঢোল,
কেউ দিল না উলুধ্বনি, কেউ করলো না তার আরতি,
ধূপ-ধুনার সুগন্ধ বাতাসে দিল না কেঊ মেলে।
কোথায় তাকে পাবে তোমরা মন্দিরের ঐ প্যান্ডেলে,
মাটির ঢেলার মূর্তিতে মিথ্যে ভক্তির হট্টগোলে? দূরের পথে
দাঁড়িয়ে ছিল সবার দিকে দেখে চেয়ে, তবু চিনলে না কেউ তারে।
আপন রূপের ঝলক সাজপোষাকের বাহার রেখেছিল
সবার চক্ষু অন্ধ করে। দুর্গা তাই ফিরে গেল চোখের জলে,
মিথ্যে পূজা, তবু সে আশীষ দিয়ে গেল, সবাই যেন ভাল থাকো
তাকে অবহেলা করেও, সুখ আসুক শান্তি আসুক তোমাদের ঘরে।
সর সর বলে তাড়িঁয়ে দিল দূরে, সবাই দেখলো ছেড়া ময়লা পোশাক
দেখল না কেউ দুর্গামাকে, সে এল দীন-দরিদ্র বেশে - তাই বলে কী?
একমুঠো প্রসাদ চাইল মন্দিরের দ্বারে এসে। আসতে পথে
অনেক কষ্ট অনাহারে, ভাত জোটেনি কতদিন হল,
পরনের কাপড়খানাও ছেড়া, লজ্জা কি তার নিবারণ করবার?
কত কষ্ট, খোঁজ নিল কি কেউ? সবাই আছে তাকিয়ে
সে আসবে সোনার নৌকা চড়ে, কিন্তু জানল কি কেউ
এ সংসারে সে এসেছে কাঁদামাটির ধূলা ঠেলে পায়ে হেঁটে সবার দ্বারে?
তার আগমনে তাই কেউ বাজালো না ডংকা-ঢোল,
কেউ দিল না উলুধ্বনি, কেউ করলো না তার আরতি,
ধূপ-ধুনার সুগন্ধ বাতাসে দিল না কেঊ মেলে।
কোথায় তাকে পাবে তোমরা মন্দিরের ঐ প্যান্ডেলে,
মাটির ঢেলার মূর্তিতে মিথ্যে ভক্তির হট্টগোলে? দূরের পথে
দাঁড়িয়ে ছিল সবার দিকে দেখে চেয়ে, তবু চিনলে না কেউ তারে।
আপন রূপের ঝলক সাজপোষাকের বাহার রেখেছিল
সবার চক্ষু অন্ধ করে। দুর্গা তাই ফিরে গেল চোখের জলে,
মিথ্যে পূজা, তবু সে আশীষ দিয়ে গেল, সবাই যেন ভাল থাকো
তাকে অবহেলা করেও, সুখ আসুক শান্তি আসুক তোমাদের ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৫/১০/২০১৭Valo laaglo
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/১০/২০১৭দূর্গা > দুর্গা।
-
কামরুজ্জামান সাদ ০৫/১০/২০১৭দুর্গারা এমনই হয়
-
সায়ন্ত গোস্বামী ০৫/১০/২০১৭Khub valo
-
আজাদ আলী ০৫/১০/২০১৭Khub khub valo legeche. Welcome