স্বপ্নের ছোঁয়ায়
একটা ছোট্ট গাছ মাথা তুলে দাড়াতে না দাড়াতেই
আকাশ তাকে বলল, আমি আছি কত উঁচুতে
তবু ছুঁয়ে থাকি তোমাকে, তুমি অনেক উঁচু হও।
বাতাস বলল, অনেক দূর থেকে এসেছি আমি,
আবার অনেক দূরে চলে যাব, তবু প্রতিক্ষণ
আমি তোমাকেই ছূঁয়ে রব। সেই দূরান্তেই তুমি বিস্তৃত হও।
গাছ ভাবে, কেমন করে সে অত উঁচুতে পৌঁছবে
অথবা, বিস্তৃত হবে, অনেকদূর যাবে। হঠাৎ একদিন
স্বপ্ন এসে ভর করে তার মনে, সেই স্বপ্নের ছোঁয়ায়
ডালপালা বিকশিত পাতাফুলে হিল্লোল জাগে তার প্রাণে,
সে চলে যায় আকাশের থেকেও অনেক উপরে,
দূরান্ত থেকে অনেক দূরে – কল্পনার সীমাহীন প্রান্তরে!
আকাশ তাকে বলল, আমি আছি কত উঁচুতে
তবু ছুঁয়ে থাকি তোমাকে, তুমি অনেক উঁচু হও।
বাতাস বলল, অনেক দূর থেকে এসেছি আমি,
আবার অনেক দূরে চলে যাব, তবু প্রতিক্ষণ
আমি তোমাকেই ছূঁয়ে রব। সেই দূরান্তেই তুমি বিস্তৃত হও।
গাছ ভাবে, কেমন করে সে অত উঁচুতে পৌঁছবে
অথবা, বিস্তৃত হবে, অনেকদূর যাবে। হঠাৎ একদিন
স্বপ্ন এসে ভর করে তার মনে, সেই স্বপ্নের ছোঁয়ায়
ডালপালা বিকশিত পাতাফুলে হিল্লোল জাগে তার প্রাণে,
সে চলে যায় আকাশের থেকেও অনেক উপরে,
দূরান্ত থেকে অনেক দূরে – কল্পনার সীমাহীন প্রান্তরে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়ন্ত গোস্বামী ০৫/১০/২০১৭Valo likhechen
-
Tanju H ০৪/১০/২০১৭অপূর্ব প্রিয় কবি।।শুভেচ্ছা।।
-
ফয়েজ উল্লাহ রবি ০৪/১০/২০১৭খুব ভাল লিখেছেন।
-
মোঃওবায় দুল হক ০৪/১০/২০১৭ভালোলেগেছে।
-
মুক্তপুরুষ ০৪/১০/২০১৭সুন্দর প্রকাশ
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Very nice writing dear poet.
-
কামরুজ্জামান সাদ ০৪/১০/২০১৭কবি,সুন্দর লিখেছেন।শুভেচ্ছা নিবেন।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৪/১০/২০১৭খুব সুন্দর উপস্থাপনা
-
মধু মঙ্গল সিনহা ০৪/১০/২০১৭খুবই সুন্দর লেখনি আপনার।