তুমি আসছ
তুমি আসছ আমার পানে চেয়ে,
পথের ব্যথায় রক্তমাখা চরণ তবু
আপন মনে চলছো গো গান গেয়ে।
ক্লান্তিহীন শুনছ না যে কারো কথা,
পথকে বল, “যত পার দাওনা ব্যথা,
কিছুই আমার হবে নাকো তাতে।
চলেছি দেখতে তাকে যে আছে ঐ
আমার তরে তোমার অপর প্রান্তে
মেলে বসন নিখিল সুধা নিয়ে হাতে।
আমার সকল ব্যথা সে ঘুচাবে
হৃদয় রাখব যখন তার হৃদয় পাতে।”
পথের ব্যথায় রক্তমাখা চরণ তবু
আপন মনে চলছো গো গান গেয়ে।
ক্লান্তিহীন শুনছ না যে কারো কথা,
পথকে বল, “যত পার দাওনা ব্যথা,
কিছুই আমার হবে নাকো তাতে।
চলেছি দেখতে তাকে যে আছে ঐ
আমার তরে তোমার অপর প্রান্তে
মেলে বসন নিখিল সুধা নিয়ে হাতে।
আমার সকল ব্যথা সে ঘুচাবে
হৃদয় রাখব যখন তার হৃদয় পাতে।”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়ন্ত গোস্বামী ০৫/১০/২০১৭Sundar
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/১০/২০১৭অ ন ব দ্য।
-
কামরুজ্জামান সাদ ০৩/১০/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ০৩/১০/২০১৭খুবই সুন্দর লেখনি আপনার।
-
Tanju H ০২/১০/২০১৭চমৎকার প্রিয় কবি।।