ধর্মে যারা অন্ধ
ধর্মের কি ওরা বোঝে মর্ম? সত্য যদি তা হয়
যুদ্ধ কেন, কেন অত্যাচার? কেন এ পৃথিবী এখনো নয় কল্যানময়।
ধর্মের নামে যারা অত্যাচার করে মানুষেরে
কেমনে তারা মানুষ হবে? ধর্ম কি কখনো পশু হতে শেখায়?
ধর্মে যারা অন্ধ তারাই দানব, তারা বোঝে না ন্যায়-অন্যায়,
শোষণ, ধর্ষণ, হত্যা বিভিষীকায় আনন্দ যারা পায়
কেমন করে বলতে পারো চলছে তারা স্রষ্টার ইচ্ছায়?
যুদ্ধ কেন, কেন অত্যাচার? কেন এ পৃথিবী এখনো নয় কল্যানময়।
ধর্মের নামে যারা অত্যাচার করে মানুষেরে
কেমনে তারা মানুষ হবে? ধর্ম কি কখনো পশু হতে শেখায়?
ধর্মে যারা অন্ধ তারাই দানব, তারা বোঝে না ন্যায়-অন্যায়,
শোষণ, ধর্ষণ, হত্যা বিভিষীকায় আনন্দ যারা পায়
কেমন করে বলতে পারো চলছে তারা স্রষ্টার ইচ্ছায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ০২/১০/২০১৭সঠিক অনুধাবন। শুভকামনা রইলো।
-
অমিত শমূয়েল সমদ্দার ০২/১০/২০১৭ভাল হয়েছে
-
আজাদ আলী ০২/১০/২০১৭"ধর্মের ণামে যারা করে শয়তানি,
তারাই আসল অধর্মী বলে জ্ঞানিগুনি।" কবিবর আপনার লেখনির জয় হোক, আমার আন্তরিক শুভ কামনা। -
মোঃ শহীদ হোসেন হৃদয় ০২/১০/২০১৭সুন্দর লিখেছেন
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৭সুন্দর লিখেছেন কবি।
-
আব্দুল হক ০১/১০/২০১৭সত্য বলার সৎসাহস সকলের হয় না । ধন্যবাদ!
-
Tanju H ০১/১০/২০১৭সুন্দর লিখেছেন কবি বন্ধু।শুভেচ্ছা রইল।