যখন আঙিনা তার মাড়াও
শরৎ আকাশে তুমি হেসে ভেসে চলে যাও
কোন সুদুরের দেশে কাকে খুঁজে বেড়াও
সাদা-কালোয় হাল্কা আলোয় তুলে পালের নাও।
আমার মনে তোমার ছায়ার ছোয়া লাগে
পুলকেতে ভাবনা আমার সপ্ত রঙে রাগে,
আমার কথা বলো তাকে যখন আঙিনা তার মাড়াও।
কোন সুদুরের দেশে কাকে খুঁজে বেড়াও
সাদা-কালোয় হাল্কা আলোয় তুলে পালের নাও।
আমার মনে তোমার ছায়ার ছোয়া লাগে
পুলকেতে ভাবনা আমার সপ্ত রঙে রাগে,
আমার কথা বলো তাকে যখন আঙিনা তার মাড়াও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭বেশ সুন্দর। কবিকে শুভকামনা।
-
Tanju H ০১/১০/২০১৭অপূর্ব লেখা।।মন কেড়ে নিল।।শুভেচ্ছা কবি বন্ধু।।
-
কে. পাল ০১/১০/২০১৭Darun
-
আজাদ আলী ০১/১০/২০১৭Very nice poem.Thanks
-
রাশেদ খাঁন ০১/১০/২০১৭সুন্দর ভাবনা
-
কামরুজ্জামান সাদ ৩০/০৯/২০১৭অনবদ্য কবি।বেস্ট অব লাক।