কোন কি উপায় নাই
এখনো পৃথিবী কেন রয়েছে ঢাকা আঁধারে,
এখনো কেন হতাশা-বঞ্চণা আসে বারে বারে,
এখনো কেন সকলের জাগিল না চেতনা?
দিকে দিকে এখনো কেন উদ্ধত শক্তির পদচারণা,
কেন এখনো রয় ক্ষুধার্ত, কাঁদে মানব আত্মা,
নিঃপীড়িত কেন জীবনের চেতনা সত্ত্বা?
যে আসে ক্ষমতায়, সেই বলে যায় আসিছে সুদিন,
ভয় নেই কারো, ঘুচাবো আমি সকলের দূর্দিন।
আসলে হয় যে উল্টো তার, সকলে ভরে নিজ থলি
যতক্ষণ পারে, তারপর পলায়ন দিয়ে পিছনের গলি।
সহজ সরল মানুষ প্রতারিত বারবার, অতি বোকা তাই,
দ্যাখে, বোঝে - তবু সহ্য করে, কোন কি উপায় নাই?
এখনো কেন হতাশা-বঞ্চণা আসে বারে বারে,
এখনো কেন সকলের জাগিল না চেতনা?
দিকে দিকে এখনো কেন উদ্ধত শক্তির পদচারণা,
কেন এখনো রয় ক্ষুধার্ত, কাঁদে মানব আত্মা,
নিঃপীড়িত কেন জীবনের চেতনা সত্ত্বা?
যে আসে ক্ষমতায়, সেই বলে যায় আসিছে সুদিন,
ভয় নেই কারো, ঘুচাবো আমি সকলের দূর্দিন।
আসলে হয় যে উল্টো তার, সকলে ভরে নিজ থলি
যতক্ষণ পারে, তারপর পলায়ন দিয়ে পিছনের গলি।
সহজ সরল মানুষ প্রতারিত বারবার, অতি বোকা তাই,
দ্যাখে, বোঝে - তবু সহ্য করে, কোন কি উপায় নাই?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৩/১০/২০১৭সুন্দর কবিতা। কবিতা পাঠে মুগ্ধ হলাম।অনেক ভালোবাসা রেখে গেলাম......
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৯/২০১৭তবুও আশা রাখুন।
-
কে. পাল ২৮/০৯/২০১৭VALO HOYECHE
-
মুক্তপুরুষ ২৮/০৯/২০১৭সুন্দর কবিতা
-
আজাদ আলী ২৮/০৯/২০১৭"কি আর বলি, এই জগৎটাই ছলি। কিছু করার উপায় নাই, এটাই সত্য মনে রাখবে সবাই।" খুব ভালো
লাগেছে বিদ্রোহী কবি। শুভেচ্ছা............ -
কামরুজ্জামান সাদ ২৮/০৯/২০১৭উপায় না থাকাই কি ভালো নয়?
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৯/২০১৭কী আর করবে ধৈর্য ধরতে হবে নয়তোবা প্রতিরোধ করে পরিবর্তন করতে হবে । একতার বলে হতে হবে বলিয়ান । ভাল লাগা রইলো ।