সেই শিখাটির মায়ায়
প্রদীপখানি নেভার আগে শেষ শিখা তার ডুবে গেল
অন্ধকারের অতল গভীর তলে। ভোরের বেলার রবি,
তুমি ভুলে যেও না তারে, নেভার কালে তার হৃদয়ে
ছিল তোমার বানী, রচেছিলো উদয় পথে তোমার আগমনী।
জোনাকী পেল তাহার আলো, সারারাত্রি জেগে সে তাই
আপন মনে গুণগুণিয়ে ঝিকিমিকি আপনে বিলালো,
তোমার ভাষায় আশা যে তার ঝোপের মনে স্বপ্ন মেখে দিল,
সেই স্বপনে ভর করে ঊষা তোমায় সাথে নিয়ে এলো।
তুমি ঢেউ জাগালে অন্ধকারের বুকে, সরিয়ে দিলে নিবিড় কালো;
সকল কিছু হলো আলোকময়, নিভে যাওয়া সেই শিখাটির মায়ায়।
অন্ধকারের অতল গভীর তলে। ভোরের বেলার রবি,
তুমি ভুলে যেও না তারে, নেভার কালে তার হৃদয়ে
ছিল তোমার বানী, রচেছিলো উদয় পথে তোমার আগমনী।
জোনাকী পেল তাহার আলো, সারারাত্রি জেগে সে তাই
আপন মনে গুণগুণিয়ে ঝিকিমিকি আপনে বিলালো,
তোমার ভাষায় আশা যে তার ঝোপের মনে স্বপ্ন মেখে দিল,
সেই স্বপনে ভর করে ঊষা তোমায় সাথে নিয়ে এলো।
তুমি ঢেউ জাগালে অন্ধকারের বুকে, সরিয়ে দিলে নিবিড় কালো;
সকল কিছু হলো আলোকময়, নিভে যাওয়া সেই শিখাটির মায়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৭/০৯/২০১৭অনবদ্য
-
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭কবি ভাল লেগেছে কবিতা।
-
মুক্তপুরুষ ২৭/০৯/২০১৭অনবদ্য লেখা
-
রুনা লায়লা ২৭/০৯/২০১৭সুন্দর অনুভূতি !
শুভেচ্ছা সতত।