দাঁড়ালে আমার পাশে এসে
তোমার আঁচল হাওয়ায়
উড়লো আমার পথের ধূলা,
আমার বনে ফুল ফোটালো
তোমার ছায়ার পরশ মেলা,
মনের কোণের সকল লতা
বাহিরে এল দুলিয়ে মাথা
সাঁঝের পথে দেখতে তোমায়,
মেঘের রংয়ে রঙিন তুমি শিহরিত সুধায়!
ঝর্ণাধারা ছিল পাশে, সে এল যে উতাল হেসে
শুধায় তোমায়, তাহার পথের মত
পথ কি তোমার কাঁকরভরা ছিল,
রক্তমাখা পায়ে কষ্ট কত গেল,
তবু দিবস শেষে আসলে হেথায় কি বিশ্বাসে?
সপ্ত আকাশ দুয়ার খুলে পদতলে
স্বর্গ তোমায় দিল ঢেলে।
চাই না তোমার এসব কিছু,
সকল ফেলে দূরে ঠেলে
সুখের-দুখের বেদন মেখে হৃদয়েতে
সন্ধ্যারাতের নীরব কোমল জোছনাতে
মাটির প্রদীপ নিয়ে হাতে অবশেষে
দাঁড়ালে আমার মাটির ঘরে আমার পাশে এসে!
উড়লো আমার পথের ধূলা,
আমার বনে ফুল ফোটালো
তোমার ছায়ার পরশ মেলা,
মনের কোণের সকল লতা
বাহিরে এল দুলিয়ে মাথা
সাঁঝের পথে দেখতে তোমায়,
মেঘের রংয়ে রঙিন তুমি শিহরিত সুধায়!
ঝর্ণাধারা ছিল পাশে, সে এল যে উতাল হেসে
শুধায় তোমায়, তাহার পথের মত
পথ কি তোমার কাঁকরভরা ছিল,
রক্তমাখা পায়ে কষ্ট কত গেল,
তবু দিবস শেষে আসলে হেথায় কি বিশ্বাসে?
সপ্ত আকাশ দুয়ার খুলে পদতলে
স্বর্গ তোমায় দিল ঢেলে।
চাই না তোমার এসব কিছু,
সকল ফেলে দূরে ঠেলে
সুখের-দুখের বেদন মেখে হৃদয়েতে
সন্ধ্যারাতের নীরব কোমল জোছনাতে
মাটির প্রদীপ নিয়ে হাতে অবশেষে
দাঁড়ালে আমার মাটির ঘরে আমার পাশে এসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৯/২০১৭বাঃ
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Fantastic
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৯/২০১৭অনেক ভাললাগা।
-
কামরুজ্জামান সাদ ২৬/০৯/২০১৭গোছালো লেগেছে কবিতাখানি।
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭সুন্দর আসা। আশার আসায় চমৎকার। শুভেচ্ছা।
-
ন্যান্সি দেওয়ান ২৬/০৯/২০১৭Good.