মুক্তির স্বপ্ন
আমি বন্দী এক রাজকন্যা
ঐ লাইটপোস্ট আর এই ছোট ঘরখানা
এরই মাঝে আমার সওদাগরী
কত অসুরের আনাগোনা
যুদ্ধে ক্ষতবিক্ষত রক্তরঞ্জিত আমার দেহ ...
তবু আমি আছি নির্ম্মল
অন্তরের অন্তকরণে শুদ্ধ উজ্জ্বল;
স্বপ্ন দেখি
একদিন আসবেই রাজকুমার
সব অসুরদের ধংস করে
পক্ষীরাজের পিঠে সওয়ার
আমার মুক্তি!
ঐ লাইটপোস্ট আর এই ছোট ঘরখানা
এরই মাঝে আমার সওদাগরী
কত অসুরের আনাগোনা
যুদ্ধে ক্ষতবিক্ষত রক্তরঞ্জিত আমার দেহ ...
তবু আমি আছি নির্ম্মল
অন্তরের অন্তকরণে শুদ্ধ উজ্জ্বল;
স্বপ্ন দেখি
একদিন আসবেই রাজকুমার
সব অসুরদের ধংস করে
পক্ষীরাজের পিঠে সওয়ার
আমার মুক্তি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭মুক্তির উল্লাসে- কবিকে শুভেচ্ছা।
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭When come a Prince than he will clean all crime and criminal from our society. But it's only a dream not possible in our life. Thanks
-
আবু সাইদ লিপু ২৬/০৯/২০১৭ভাবছি যাব একদিন উদ্ধার করতে
-
কামরুজ্জামান সাদ ২৫/০৯/২০১৭আমাদের সমাজে অসুরেরা প্রতিদিন জন্মালেও রাজকন্যার কল্পনায় আঁকা রাজপুত্র জন্মায় না।
-
অর্ক রায়হান ২৫/০৯/২০১৭অপূর্ব!
-
তাবেরী ২৫/০৯/২০১৭দারুন মুক্তির প্রেরণা।