ঠিকানা খুঁজি
বালুচরে ঢেকে যাওয়া নদীর ভেতর ঠিকানা খুঁজি
খুঁজি আমার অতীত, ফেলে আসা দিনগুলি
সময়ের ইতিহাস সেখানে লেখা আছে
আমার সব বোধ, সত্ত্বা অথবা চেতনার কথা
আশা বিশ্বাস হতাশা ভালোবাসা
সবই আছে সেখানে
এ এক স্রোত বহু যুগের ওকূল থেকে
প্রবাহমান ছিল, শেষ নেই তার মরণেও।
সে চিহ্ন রেখে গিয়েছে
অদৃশ্য লতায়পাতায় মায়াবী বনে
ঢেউ ছড়িয়ে অনিন্দ্য সন্তরণে।
খুঁজি আমার অতীত, ফেলে আসা দিনগুলি
সময়ের ইতিহাস সেখানে লেখা আছে
আমার সব বোধ, সত্ত্বা অথবা চেতনার কথা
আশা বিশ্বাস হতাশা ভালোবাসা
সবই আছে সেখানে
এ এক স্রোত বহু যুগের ওকূল থেকে
প্রবাহমান ছিল, শেষ নেই তার মরণেও।
সে চিহ্ন রেখে গিয়েছে
অদৃশ্য লতায়পাতায় মায়াবী বনে
ঢেউ ছড়িয়ে অনিন্দ্য সন্তরণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রিয় ২৪/০৯/২০১৭বাঃ,খুব সুন্দর একটি কবিতা!এক রাশ শুভেচ্ছা কবির জন্য।
-
তাবেরী ২৪/০৯/২০১৭অসাধারণ।
-
সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭হারানো ঠিকানার খোঁজে- শিকড়ের খোঁজে-
কবি, না পেলেও খোঁজাটা যে জরুরী। খুঁজতে যে চাই, তাই। খুব সুন্দর উপস্থাপনা। শুভেচ্ছা কবিকে। -
সাইয়িদ রফিকুল হক ২৪/০৯/২০১৭ঠিকানা খুঁজে পাওয়া বড় কঠিন।
-
রুনা লায়লা ২৪/০৯/২০১৭গভীর ভাব ।শুভেচ্ছা কবিকে।
-
কামরুজ্জামান সাদ ২৪/০৯/২০১৭নিজের চিন্তাকে ব্যতিক্রমীভাবে তুলে ধরছেন।কবিতায় অনেক পরিবর্তন লক্ষ্য করছি অনুপ দা।বিষয়টা ইতিবাচক।
-
আজাদ আলী ২৪/০৯/২০১৭Fine sir,thanks
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৯/২০১৭ভালো। আমার শুভেচ্ছা।
-
আলমগীর কাইজার ২৪/০৯/২০১৭খুব সুন্দর