বন্যা আসে ঘটায় প্রলয়
যে শিশুটি বানে ভেসে গেল,
মা যে তার কাঁদল কত চোখের জলে,
বানের তবু দয়া কি আর হল,
ভাসিয়ে নিয়ে সকল কিছু
পরানটাকে টুকরো করে রক্ত মেখে
আধখানি তার ছিড়ে নিল,
সে কেমন নিষ্ঠুরতা তোমরা বলো।
দেখলো না সে চেয়ে সেই বুড়ীকে
যার ছিল না কেউ এ সংসারে,
যাবার পথে ভাসিয়ে নিল তার কুড়ে ঘর,
কে জানে সব হারিয়ে এখন কি হবে তার,
থাকবে কোথায় দেখবে কে,
কেমন করে চলবে আহার।
এর চেয়ে ছিল ভাল যদি নিত তারে,
চিরতরে ঘুচতো তবে এই বয়সের লাঞ্ছনাভার।
বন্যা আসে ঘটায় প্রলয়, গরীব যারা
তাদের মর্মব্যথায় তার কি কিছু আসে-যায়?
মা যে তার কাঁদল কত চোখের জলে,
বানের তবু দয়া কি আর হল,
ভাসিয়ে নিয়ে সকল কিছু
পরানটাকে টুকরো করে রক্ত মেখে
আধখানি তার ছিড়ে নিল,
সে কেমন নিষ্ঠুরতা তোমরা বলো।
দেখলো না সে চেয়ে সেই বুড়ীকে
যার ছিল না কেউ এ সংসারে,
যাবার পথে ভাসিয়ে নিল তার কুড়ে ঘর,
কে জানে সব হারিয়ে এখন কি হবে তার,
থাকবে কোথায় দেখবে কে,
কেমন করে চলবে আহার।
এর চেয়ে ছিল ভাল যদি নিত তারে,
চিরতরে ঘুচতো তবে এই বয়সের লাঞ্ছনাভার।
বন্যা আসে ঘটায় প্রলয়, গরীব যারা
তাদের মর্মব্যথায় তার কি কিছু আসে-যায়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০১৭বন্যা আসলেই প্রলয়ংকরী
-
সমির প্রামাণিক ২৩/০৯/২০১৭সঠিক কথা। প্রাণের মানুষটিকে নিয়ে গেলো আর অর্থহীন প্রাণ রইলো পড়ে! শুভকামনা রইলো।
-
কে. পাল ২৩/০৯/২০১৭Bes
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৯/২০১৭প্র তি বে দ ন ।
-
আজাদ আলী ২৩/০৯/২০১৭খুম ভালো উপস্থাপনা। কবিকে অনেক অনেক শুভেচ্ছা।