www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রথম চিঠি

আমার প্রথম চিঠি এলো আমি রাখবো কোথায় ওরে
থাকুক আমার বুকের কাছে, হৃদয় কাঁপন শোনাই তারে,
উথলে ওঠা জোয়ারে স্বপ্ন আমার সপ্ত আকাশ ঘুরে
গোপন ব্যথায় মনের রতন এল আমার কাছে ফিরে,
ফুলের সুবাস মাখা লিপিখানি হারিয়ে যাবার আমন্ত্রণ
এখনো হয়নি পড়া পুলকেতে কাঁপছে আমার সর্ব জীবন।
কোথায় আমায় নেবে টানি কোন সে গৃহকোণে
ডাক দিয়েছে মন ছুয়েছে উতাল বাঁশী বাজছে কি তাই প্রাণে?
পূর্ব কালে স্মৃতি আমার সারা অংগ জুড়ে, মনে পড়ে
আশায় আশায় ভাসিয়ে ভেলা সেজেছিলাম মনের মতন করে।
কোন কালের বন্ধনীতে সখা আমার ছিল ঘাটের কুলে বসে,
বলেছিলাম, দিও চিঠি যখন আমি আসব ধরায় তোমায় পাবার আশে।
সেই চিঠি আজ এল যে, সে যে আমার পূর্ব স্মৃতি কথা
সে যে আমার এ জীবনের মধুর হাসি নতুন স্মৃতির ব্যথা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সমির প্রামাণিক ২২/০৯/২০১৭
    চিঠি- সে তো আর কেউ লেখে না। আমাদের সময়ে চিঠির কত মূল্য ছিল- কত অপেক্ষায় তা পাওয়া যেত!। চমৎকার বিষয়। শুভেচ্ছা।
  • অর্ক রায়হান ২২/০৯/২০১৭
    আহা প্রথম চিঠি! যথারীতি অপূর্ব প্রিয় কবি।
  • অ ন ব দ্য।
  • ভালো।
  • আজাদ আলী ২১/০৯/২০১৭
    Very nice writing.I wish your happy life.
  • নিলক্ষা নীলে প্রথম চিঠি ছড়িয়ে দাও কবি স্মৃতির ব্যথা কমবে কিছুটা
 
Quantcast