ঈশ্বরের কাছে প্রশ্ন
তোমার নামে কতজনে কতভাবে লিপ্ত অহংকারে,
তুমি কার? মন্দিরে মন্দিরে তোমার যে মূর্তি
সেযে পাথরের, তবু সেখানে অধিকার নেই দলিতের
তোমারই নামে জন্মের অপমান যুগযুগ ধরে আজীবন,
ঘৃনা অবহেলায় দূরে ঠেলে ফেলা সে কি সত্যের বিধান?
আরেকদল করেছে ঘোষণা জিহাদ, তোমারি নামে
করিছে নিষ্পাপীর মুন্ডপাত, তারা ছাড়া আর সকলে বিধর্মী,
তাই লুন্ঠন করেছে নারী, বিকায়েছে নিলামে, করিছে ধর্ষণ
তোমার গুনগানে, কেমনে এ হবে তোমার বিধান?
অন্যদিকে লক্ষ লক্ষ লোক বিতাড়ন, গৃহহারা সর্বহারা
ক্ষুধায় কাতর, ঘুরিছে পথে নারী-শিশু-বৃদ্ধ ত্যাগিয়া জন্মস্থান
কাঁদিছে তারা লাঞ্ছনায় - তুমি কি তাদের নও?
তুমি যদি আছো, যদি থেকে থাকো, যদি স্রষ্টা এ বিশ্বের,
কেন তবে এত অনাচার, ক্লেশ-প্রহার, বিভেদ
সবাকার ভিতর তোমারই নামে? তুমি সত্য,
তুমি সুন্দর, মঙ্গল ও কল্যানের, তুমি সকলের - তাই যদি হও
কেন তবে থাক চুপ করে জগতে যখন চলিছে ব্যভিচার?
তুমি কার? মন্দিরে মন্দিরে তোমার যে মূর্তি
সেযে পাথরের, তবু সেখানে অধিকার নেই দলিতের
তোমারই নামে জন্মের অপমান যুগযুগ ধরে আজীবন,
ঘৃনা অবহেলায় দূরে ঠেলে ফেলা সে কি সত্যের বিধান?
আরেকদল করেছে ঘোষণা জিহাদ, তোমারি নামে
করিছে নিষ্পাপীর মুন্ডপাত, তারা ছাড়া আর সকলে বিধর্মী,
তাই লুন্ঠন করেছে নারী, বিকায়েছে নিলামে, করিছে ধর্ষণ
তোমার গুনগানে, কেমনে এ হবে তোমার বিধান?
অন্যদিকে লক্ষ লক্ষ লোক বিতাড়ন, গৃহহারা সর্বহারা
ক্ষুধায় কাতর, ঘুরিছে পথে নারী-শিশু-বৃদ্ধ ত্যাগিয়া জন্মস্থান
কাঁদিছে তারা লাঞ্ছনায় - তুমি কি তাদের নও?
তুমি যদি আছো, যদি থেকে থাকো, যদি স্রষ্টা এ বিশ্বের,
কেন তবে এত অনাচার, ক্লেশ-প্রহার, বিভেদ
সবাকার ভিতর তোমারই নামে? তুমি সত্য,
তুমি সুন্দর, মঙ্গল ও কল্যানের, তুমি সকলের - তাই যদি হও
কেন তবে থাক চুপ করে জগতে যখন চলিছে ব্যভিচার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০৯/২০১৭এতো কঠিন মানবিক প্রশ্নের উত্তর জানা নেই কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৯/২০১৭উত্তর নেই।
-
কবি মনির ২১/০৯/২০১৭দারুণ
-
রেজাউল আবেদীন ২১/০৯/২০১৭ঈশ্বর কল্যাণ - অকল্যান সবই দেখছেন, অকল্যান করে বাঁচার কোন গতি নাই ! সুন্দর লিখেছেন।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ২১/০৯/২০১৭সুন্দর
-
সমির প্রামাণিক ২১/০৯/২০১৭সঙ্গত প্রশ্ন। প্রভু তুমি উত্তর দাও। চুপ করে থেকো না। তোমার উত্তরের অপেক্ষায় রয়েছি আমরা সবাই।
চমৎকার। কবির জন্য শুভকামনা।