এলো এক পাল জোনাকী হয়ে
অন্ধকার আকাশে চঞ্চল একদল তারা ঘুরে ঘুরে
বিশ্বমেলা দেখছিল রাতের বেলায়। চোখ পড়ল
ছোট্ট এই পৃথিবীর উপর, সাঁঝের আঁধারে
ঘরে ঘরে জ্বলছে প্রদীপ, তাদের হৃদয় অন্দরে
রবির আশীর্বাদিকা ভোরের আশায় দীপ্যমান,
চাঁদের হাসি জোৎস্নার রূপালি স্রোতে ভিজে আছে ধরনী,
গ্রামগুলো সব নিঝুম আঁধার-কালো চাদর গায়ে
ঘুমোতে যাবার আয়োজনে ব্যস্ত। নদীর চরে
স্বপ্ন চোখে কল্পনা আবেশে কেওড়া গাছের ঝোঁপ
আঁধারের রঙ মেখে মায়াময়ী রহস্য আবৃত।
‘বা, কী সুন্দর, চলো আমরা যাই ওখানে!’
বলতে বলতে সকলে উড়ে এলো এক পাল জোনাকী
হয়ে, বুকে তাদের প্রস্ফুটিত স্ফুলিংগের স্বচ্ছ আলো।
ঝোঁপের পাশে সারারাত ঝিলিক-ঝিলিক খেলে
এখন ক্লান্ত, স্রোতের সুরে গান গাইতে গাইতে
অবশেষে ভোর হয় এল। এবার বিদায়ের পালা,
ছায়াশূন্য প্রান্তরে শূন্যের অন্তরে মিলিয়ে যাবার
আয়োজন। হায়, স্বপ্নের শেষ কি এইখানে!
কথা দিয়ে গেল, আবার আসবে আগামীতে
আঁধারের ছায়ায় মায়াময় ধরনীতে
এমনই ঝিকিমিক আঁধারে আবার বিলাতে হৃদয়!
বিশ্বমেলা দেখছিল রাতের বেলায়। চোখ পড়ল
ছোট্ট এই পৃথিবীর উপর, সাঁঝের আঁধারে
ঘরে ঘরে জ্বলছে প্রদীপ, তাদের হৃদয় অন্দরে
রবির আশীর্বাদিকা ভোরের আশায় দীপ্যমান,
চাঁদের হাসি জোৎস্নার রূপালি স্রোতে ভিজে আছে ধরনী,
গ্রামগুলো সব নিঝুম আঁধার-কালো চাদর গায়ে
ঘুমোতে যাবার আয়োজনে ব্যস্ত। নদীর চরে
স্বপ্ন চোখে কল্পনা আবেশে কেওড়া গাছের ঝোঁপ
আঁধারের রঙ মেখে মায়াময়ী রহস্য আবৃত।
‘বা, কী সুন্দর, চলো আমরা যাই ওখানে!’
বলতে বলতে সকলে উড়ে এলো এক পাল জোনাকী
হয়ে, বুকে তাদের প্রস্ফুটিত স্ফুলিংগের স্বচ্ছ আলো।
ঝোঁপের পাশে সারারাত ঝিলিক-ঝিলিক খেলে
এখন ক্লান্ত, স্রোতের সুরে গান গাইতে গাইতে
অবশেষে ভোর হয় এল। এবার বিদায়ের পালা,
ছায়াশূন্য প্রান্তরে শূন্যের অন্তরে মিলিয়ে যাবার
আয়োজন। হায়, স্বপ্নের শেষ কি এইখানে!
কথা দিয়ে গেল, আবার আসবে আগামীতে
আঁধারের ছায়ায় মায়াময় ধরনীতে
এমনই ঝিকিমিক আঁধারে আবার বিলাতে হৃদয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীল আকাশ ২১/০৯/২০১৭গর্বিত বাঙালী আমরা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৯/২০১৭খুব ভালো।
-
আজাদ আলী ২০/০৯/২০১৭সুন্দর আল্পনা আপনার
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৯/২০১৭সুন্দর!
-
রুনা লায়লা ২০/০৯/২০১৭বেশ সুন্দর !
-
রইস উদ্দিন খান আকাশ ২০/০৯/২০১৭সুন্দর
-
কামরুজ্জামান সাদ ২০/০৯/২০১৭কবি বেশ লিখেছেন।দুর্গা পূজার শুভেচ্ছা।