কেন এত অন্ধকার করিয়াছে গ্রাস এ বিশ্ব
অন্ধকার হয়ে এসেছ পৃথিবী
চারিদিকে অন্ধকার, যতদূর চোখ যায় চেতনার ভিতর
সকলে ঘুমন্ত, অথবা বলা যায়, সকলে মৃত,
যেটুকু আলো জ্বেলে অন্তরের প্রদীপ ছিল আশা মেলে
সেও ভয় পেয়ে ভয়ঙ্করের নিঃশ্বাসে নিভে গেছে অনেক আগে,
অন্ধকার, বিদীর্ণ অন্ধকার, বাইরে দানবের দাপট চারি ধারে,
ঝড়ো হট্টহাসি পরান উঠিছে ত্রাসি। যেও না ঘরের বাইরে,
নিঃশব্দে ঘুমিয়ে থাকাই এখন শ্রেয় বদ্ধ ঘরে
সকালের আশায়, যদিও ভাবি হবে কি আবার সূর্যোদয়?
তবু জেগে আছি একাকী
কোন এক দূরন্ত প্রেরণায়, আমার ভিতরে
অস্থির যন্ত্রণা, ঘুম নেই চোখে তবু রয়েছে প্রত্যয়।
যেতে চাই বাহিরে একবার,
চাই দেখিবারে
কেন এত অন্ধকার করিয়াছে গ্রাস এ বিশ্ব,
কেন বিশাল আকাশ হারায়ে উদারতা সংকীর্ণ অতি?
চাই দেখিবারে, ঢেউ কেন খেলিছে না আর,
হিম হয়ে ভয়ে আছে জমে সাগর শুষ্ক বালুচরে?
চারিদিকে অন্ধকার, যতদূর চোখ যায় চেতনার ভিতর
সকলে ঘুমন্ত, অথবা বলা যায়, সকলে মৃত,
যেটুকু আলো জ্বেলে অন্তরের প্রদীপ ছিল আশা মেলে
সেও ভয় পেয়ে ভয়ঙ্করের নিঃশ্বাসে নিভে গেছে অনেক আগে,
অন্ধকার, বিদীর্ণ অন্ধকার, বাইরে দানবের দাপট চারি ধারে,
ঝড়ো হট্টহাসি পরান উঠিছে ত্রাসি। যেও না ঘরের বাইরে,
নিঃশব্দে ঘুমিয়ে থাকাই এখন শ্রেয় বদ্ধ ঘরে
সকালের আশায়, যদিও ভাবি হবে কি আবার সূর্যোদয়?
তবু জেগে আছি একাকী
কোন এক দূরন্ত প্রেরণায়, আমার ভিতরে
অস্থির যন্ত্রণা, ঘুম নেই চোখে তবু রয়েছে প্রত্যয়।
যেতে চাই বাহিরে একবার,
চাই দেখিবারে
কেন এত অন্ধকার করিয়াছে গ্রাস এ বিশ্ব,
কেন বিশাল আকাশ হারায়ে উদারতা সংকীর্ণ অতি?
চাই দেখিবারে, ঢেউ কেন খেলিছে না আর,
হিম হয়ে ভয়ে আছে জমে সাগর শুষ্ক বালুচরে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ১৯/০৯/২০১৭চমৎকার
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৯/০৯/২০১৭সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৯/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৯/২০১৭অন্ধকারের পরে আলো!
-
এস এম আলমগীর হোসেন ১৮/০৯/২০১৭অসাধারধ