কোথায় মানবতা
মানুষ মানুষ মারছে, কিন্তু কই, যারা মারছে
তারা তো ভাবছে না যাদের মারা হচ্ছে তারা মানুষ!
নিরীহ, নিরাপরাধ, ভীত মানুষেরা মারা পড়ে,
ধর্মের নামে, রাষ্ট্রের নামে, একদল উচ্চাসনে বসে
অন্যদল কে শত্রু, বিধর্মী অথবা রাষ্ট্রদ্রোহী সাজিয়ে মারে,
গৃহ থেকে বিতাড়ন করে – নারী, শিশু, বৃদ্ধা-বৃদ্ধ কাঁদে,
মা-বোন-আত্মজা ধর্ষিতা হয়, সবই ধর্ম অথবা রাষ্ট্রের নামে।
কোথায় সভ্যতা, কোথায় ভগিনী-ভ্রাতৃ-সুলভ সহমর্মিতা?
মানুষ কি আর মানুষ রইল? কোথায় মানবতা?
সে কি আজ নিহত? তাকে খুঁজে পাওয়া যাবে না কোথাও?
তারা তো ভাবছে না যাদের মারা হচ্ছে তারা মানুষ!
নিরীহ, নিরাপরাধ, ভীত মানুষেরা মারা পড়ে,
ধর্মের নামে, রাষ্ট্রের নামে, একদল উচ্চাসনে বসে
অন্যদল কে শত্রু, বিধর্মী অথবা রাষ্ট্রদ্রোহী সাজিয়ে মারে,
গৃহ থেকে বিতাড়ন করে – নারী, শিশু, বৃদ্ধা-বৃদ্ধ কাঁদে,
মা-বোন-আত্মজা ধর্ষিতা হয়, সবই ধর্ম অথবা রাষ্ট্রের নামে।
কোথায় সভ্যতা, কোথায় ভগিনী-ভ্রাতৃ-সুলভ সহমর্মিতা?
মানুষ কি আর মানুষ রইল? কোথায় মানবতা?
সে কি আজ নিহত? তাকে খুঁজে পাওয়া যাবে না কোথাও?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাজা আহমেদ ১৯/০৯/২০১৭ধন্যবাদ কবিবর আমাদের মাঝে এতোসুন্দর কবিতা টি প্রকাশ করার জন্য
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৯/২০১৭মানবতা আজ বিপন্ন।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৯/২০১৭মোহিত হলাম।
-
ফয়জুল মহী ১৭/০৯/২০১৭কাব্যিকতায় বিমোহিত হলাম
-
রুনা লায়লা ১৭/০৯/২০১৭মানবতাবোধের লেখা। শুভেচ্ছা কবিকে।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০৯/২০১৭সে তো হারিয়ে গেছে অনেক আগেই.....................
-
কামরুজ্জামান সাদ ১৭/০৯/২০১৭কিছুটা অন্যরকম