এ দেখা যে জনম জনম
শিউলি ফোটার বেলায় আমায় ডাকলে নাগো
ডাকলে ঝরার বেলায়, মালা গেঁথে আমার গলায়
দিলে তারে তুমি, তোমার ছোয়ায় কাঁদল আমার হৃদয়।
কি জানি কোন ক্ষণে
দেখা আমার হয়েছিল তোমার সনে
সে ক্ষণ ছিল শুভ অনেক, জানি আমি মনে।
অরুণ আলোর কিরণমাখা প্রাণে
আমায় ছুয়েছিলে কিসের টানে
কি লাভ আমার তাহা জেনে?
তোমার আকাশ তোমার বাতাস তোমার মুগ্ধ মন
আমার হৃদয় কেড়েছিল হাসিভরা শিউলি ফুলের গান।
আমাদের এ দেখা যে জনম জনম,
এমনিভাবে প্রতি জনম তোমার সাথে
তাই হবে আমার দেখা কালের শুভক্ষণ।
ডাকলে ঝরার বেলায়, মালা গেঁথে আমার গলায়
দিলে তারে তুমি, তোমার ছোয়ায় কাঁদল আমার হৃদয়।
কি জানি কোন ক্ষণে
দেখা আমার হয়েছিল তোমার সনে
সে ক্ষণ ছিল শুভ অনেক, জানি আমি মনে।
অরুণ আলোর কিরণমাখা প্রাণে
আমায় ছুয়েছিলে কিসের টানে
কি লাভ আমার তাহা জেনে?
তোমার আকাশ তোমার বাতাস তোমার মুগ্ধ মন
আমার হৃদয় কেড়েছিল হাসিভরা শিউলি ফুলের গান।
আমাদের এ দেখা যে জনম জনম,
এমনিভাবে প্রতি জনম তোমার সাথে
তাই হবে আমার দেখা কালের শুভক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ১৬/০৯/২০১৭Sweet poem.
-
কামরুজ্জামান সাদ ১৬/০৯/২০১৭নতুন কি বিশেষণে বিশেষায়িত করবো সেটাই ভাবছি।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৯/২০১৭ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৯/২০১৭অনেক ভালো।