আজ তোমাকে পড়ছে মনে খুব
আজ তোমাকে পড়ছে মনে খুব।
সেই বৃষ্টিভরা মেঘলা দিনে গল্প হত অনেক
কল্প কথার রথে ভেসে কোথায় উড়ে যেতে,
বাদল হাওয়ায় মিশে ছুঁয়ে দিতে হঠাৎ এসে
শিরশিরিয়ে উঠত হৃদয় কেঁপে, গাইতে তুমি
গাছের শাখায় টুপুরটাপুর ছন্দসুরে মেতে,
আমি শুধু ছিলাম শ্রোতা, তোমার মনের কথা
আমার মনে জড়াতো লতাপাতা, ফুল ফোটাবে বলে
আঁধার ঘিরে চারিধারে আনতে ছেয়ে মায়া,
কখন যেতো তোমার ছায়ায় মিশে আমার ছায়া!
সেই বৃষ্টিভরা মেঘলা দিনে গল্প হত অনেক
কল্প কথার রথে ভেসে কোথায় উড়ে যেতে,
বাদল হাওয়ায় মিশে ছুঁয়ে দিতে হঠাৎ এসে
শিরশিরিয়ে উঠত হৃদয় কেঁপে, গাইতে তুমি
গাছের শাখায় টুপুরটাপুর ছন্দসুরে মেতে,
আমি শুধু ছিলাম শ্রোতা, তোমার মনের কথা
আমার মনে জড়াতো লতাপাতা, ফুল ফোটাবে বলে
আঁধার ঘিরে চারিধারে আনতে ছেয়ে মায়া,
কখন যেতো তোমার ছায়ায় মিশে আমার ছায়া!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০৯/২০১৭ভালো লাগা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০৯/২০১৭অনেক ভালো।
-
রেজাউল আবেদীন ১৩/০৯/২০১৭হা প্রীয়জনকে খুব মনে পড়বে।