নেই কোন ঠিকানা
খঞ্জনা পাখিটি একবার কিছু না ভেবেই
বেরিয়ে পড়ল পথে, তারপর থেকে সে আর
কখনো ঘরে ফিরতে পারেনি, ঠিকানা হারিয়ে গিয়েছে।
যাকে পায় জিজ্ঞাসা করেছে – বলতে পারো
আমি কোথায় ছিলাম পথে ভাসবার আগে?
দেখে, সকলেরই একই প্রশ্ন, কেউ উত্তর জানে না
কোথায় ছিল তাদের ঠিকানা? পথও বলে,
আমি তো পথ, তোমাদের চলার জন্য,
আমারও তো জানা নেই কোন ঠিকানা!
বেরিয়ে পড়ল পথে, তারপর থেকে সে আর
কখনো ঘরে ফিরতে পারেনি, ঠিকানা হারিয়ে গিয়েছে।
যাকে পায় জিজ্ঞাসা করেছে – বলতে পারো
আমি কোথায় ছিলাম পথে ভাসবার আগে?
দেখে, সকলেরই একই প্রশ্ন, কেউ উত্তর জানে না
কোথায় ছিল তাদের ঠিকানা? পথও বলে,
আমি তো পথ, তোমাদের চলার জন্য,
আমারও তো জানা নেই কোন ঠিকানা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১২/০৯/২০১৭
-
রুনা লায়লা ১২/০৯/২০১৭খুব ভালো লাগলো কবি।শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।
-
কে. পাল ১২/০৯/২০১৭ভালো
-
সুলতান মাহমুদ ১২/০৯/২০১৭osadharon
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৯/২০১৭খুব ভালোলাগা।
বরাবরের মতই ভাল লিখেছেন।সুন্দর উপস্থাপনা।