ভালোবাসার উল্লসিত বেদনাতে
সে অনেক অনেক আগের কথা, বহু দূরের পথে
একজন নারী একজন নর চলছিল শূন্য জগতে
একাকী। কেউ জানতো না কারো কথা,
কারো জন্যে কারো হৃদয়ে ছিল না কোন স্পন্দন।
হঠাৎ একদিন ঝড় উঠেছিল মহাশূন্যে
আকাশের আঁধার কোনে
জেগেছিল আলোর পথরেখা।
চমকে দেয়া বজ্রবানে
ভয় পেল সেই দুটি প্রাণ,
সহসা সৃষ্টি হল আকর্ষণ
নিশ্চিত আশ্রয়ের সন্ধানে
একটি নারী একটি নর
এল ছুটে দুদিক থেকে দূর্বার
একে আরেকজনের পানে নিবিড় সম্মিলনে
সাথী হল তারা, এক সাথে জয় করে সব ভয়।
কি সে আকর্ষণ সুপ্ত ছিল ঝড়ের গানে?
সেই থেকে এ জগতে ধরনীর বুকে আবছা সাঁঝে
নারী-নরের প্রথম মিলন সৃষ্টি সাজ
শাখায় শাখায় হিল্লোলে হৃদয়েতে আগুন জ্বেলে
হল ধরা আলোকিত, নানা পুষ্প সুশোভিত,
পল্লবিত ভালোবাসার উল্লসিত বেদনাতে!
একজন নারী একজন নর চলছিল শূন্য জগতে
একাকী। কেউ জানতো না কারো কথা,
কারো জন্যে কারো হৃদয়ে ছিল না কোন স্পন্দন।
হঠাৎ একদিন ঝড় উঠেছিল মহাশূন্যে
আকাশের আঁধার কোনে
জেগেছিল আলোর পথরেখা।
চমকে দেয়া বজ্রবানে
ভয় পেল সেই দুটি প্রাণ,
সহসা সৃষ্টি হল আকর্ষণ
নিশ্চিত আশ্রয়ের সন্ধানে
একটি নারী একটি নর
এল ছুটে দুদিক থেকে দূর্বার
একে আরেকজনের পানে নিবিড় সম্মিলনে
সাথী হল তারা, এক সাথে জয় করে সব ভয়।
কি সে আকর্ষণ সুপ্ত ছিল ঝড়ের গানে?
সেই থেকে এ জগতে ধরনীর বুকে আবছা সাঁঝে
নারী-নরের প্রথম মিলন সৃষ্টি সাজ
শাখায় শাখায় হিল্লোলে হৃদয়েতে আগুন জ্বেলে
হল ধরা আলোকিত, নানা পুষ্প সুশোভিত,
পল্লবিত ভালোবাসার উল্লসিত বেদনাতে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৯/২০১৭ভালো হয়েছে।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/০৯/২০১৭ভালো