মহিমময়ী চাঁদ
পূর্ণিমার চাঁদ! আহা কি সুন্দর!
হাসিমাখা জোছনা তার
সাগরে আনে উচ্ছ্বাসের জোয়ার,
চিকচিক বালুরাশি স্বপ্নের আবেশে
তারা হয়ে আকাশে ঊড়ে বেড়ায়,
অপূর্ব রূপালি আলোয়
সারা পৃথিবী হাসে চাঁদের হাসিতে
ভালোবাসায় সিক্ত প্রেমিকা-প্রেমিকের হৃদয়!
কিন্তু চাঁদ? দহন জ্বালায় কাঁদে কি নীরবে?
কলঙ্কের দাঁগ বুকে নিয়েও
সবার হৃদয় ছু্ঁয়েছে নিষ্কলুষ জোছনায়,
সবাইকে সে করেছে নির্মল আশীর্বাদ
বুকে গভীর ব্যথা বয়েও হয়েছে মহিমময়ী!
হাসিমাখা জোছনা তার
সাগরে আনে উচ্ছ্বাসের জোয়ার,
চিকচিক বালুরাশি স্বপ্নের আবেশে
তারা হয়ে আকাশে ঊড়ে বেড়ায়,
অপূর্ব রূপালি আলোয়
সারা পৃথিবী হাসে চাঁদের হাসিতে
ভালোবাসায় সিক্ত প্রেমিকা-প্রেমিকের হৃদয়!
কিন্তু চাঁদ? দহন জ্বালায় কাঁদে কি নীরবে?
কলঙ্কের দাঁগ বুকে নিয়েও
সবার হৃদয় ছু্ঁয়েছে নিষ্কলুষ জোছনায়,
সবাইকে সে করেছে নির্মল আশীর্বাদ
বুকে গভীর ব্যথা বয়েও হয়েছে মহিমময়ী!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১০/০৯/২০১৭অনবদ্য প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৯/২০১৭রোম্যান্টিক!
-
ফয়জুল মহী ১০/০৯/২০১৭মুগ্ধ করা কবিতা
-
রুনা লায়লা ১০/০৯/২০১৭মুগ্ধ !
শুভেচ্ছা কবিকে। -
অর্ক রায়হান ১০/০৯/২০১৭অমৃত।
-
ফয়েজ উল্লাহ রবি ১০/০৯/২০১৭অপূর্ব!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/০৯/২০১৭অ ন ব দ্য।
-
কামরুজ্জামান সাদ ১০/০৯/২০১৭প্রিয় ব্লগার,
অপূর্ব লিখেছেন। -
আব্দুল হক ০৯/০৯/২০১৭সুন্দর অনেক!!