নিশ্চিত আশ্রয়
বন্যায় সব হারিয়ে গ্রাম ছেড়ে আমি শহরে এসেছি
একটুখানি আশ্রয়ের আশায় দ্বারে দ্বারে অনেক ঘুরেছি।
নিষ্ঠুর এ জগৎ
কেউ ফিরে তাকায় নি আমার দিকে।
বন্যার রিলিফের জন্য যে সাহায্য আসে তা লুট করে
শহরের এই উঁচু উঁচু দালানগুলি তৈরী,
অথচ আমার ঠাঁই হল না কোথাও।
ফিরে যাচ্ছিলাম, ভাবছিলাম কোথায় যাব?
এমন সময় শুনলাম কে যেন আমাকে ডাকছে।
ফিরে তাকাতেই দেখি রাজপথ
“ভয় কিরে তোর, আমি আছি,
আজ থেকে আমিই তোকে আশ্রয় দিলাম!”
সেই থেকে আমি রাজপথের নিশ্চিত আশ্রয়েই আছি!
একটুখানি আশ্রয়ের আশায় দ্বারে দ্বারে অনেক ঘুরেছি।
নিষ্ঠুর এ জগৎ
কেউ ফিরে তাকায় নি আমার দিকে।
বন্যার রিলিফের জন্য যে সাহায্য আসে তা লুট করে
শহরের এই উঁচু উঁচু দালানগুলি তৈরী,
অথচ আমার ঠাঁই হল না কোথাও।
ফিরে যাচ্ছিলাম, ভাবছিলাম কোথায় যাব?
এমন সময় শুনলাম কে যেন আমাকে ডাকছে।
ফিরে তাকাতেই দেখি রাজপথ
“ভয় কিরে তোর, আমি আছি,
আজ থেকে আমিই তোকে আশ্রয় দিলাম!”
সেই থেকে আমি রাজপথের নিশ্চিত আশ্রয়েই আছি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৯/০৯/২০১৭অসাধারন চিন্তা ভাবনা
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৯/২০১৭খুব ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৯/২০১৭ভালো।
-
ফয়েজ উল্লাহ রবি ০৯/০৯/২০১৭দারুণ! লিখেছেন।