তোমার একটি হাসি
ছিলে তুমি মনের মায়ায়,
শরৎ মেঘের ছায়ায় তাইতো পেলাম
তোমার দেখা আমার আঙিণায়।
বর্ষা ঋতুর শেষ কলসে
যখন ভিজল আমার গানের বাঁশী,
উদয় তখন হলে তুমি শুভ্র শরতে, তোমার একটি হাসি
মুছে দিল আমার সকল নয়ন জল,
ঘুচিয়ে দিল জমে ওঠা দুঃখ-বেদন-ক্লেশ রাশি।
শরৎ মেঘের ছায়ায় তাইতো পেলাম
তোমার দেখা আমার আঙিণায়।
বর্ষা ঋতুর শেষ কলসে
যখন ভিজল আমার গানের বাঁশী,
উদয় তখন হলে তুমি শুভ্র শরতে, তোমার একটি হাসি
মুছে দিল আমার সকল নয়ন জল,
ঘুচিয়ে দিল জমে ওঠা দুঃখ-বেদন-ক্লেশ রাশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৯/০৯/২০১৭valo title...valo hoisey...
-
মনিরুল ইসলাম ফারাবী ০৮/০৯/২০১৭sundor
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৯/২০১৭ভালো বিষয়।