স্বপ্নগুলো উড়িয়ে দিলাম
ইচ্ছা করেই স্বপ্নগুলো উড়িয়ে দিলাম আকাশে
যাক না তারা চলে রূপ কথার দেশে
যেথায় ঘুমিয়ে আছে মনের কন্যা স্বপ্ন আবেশে।
আমার স্বপ্ন গিয়ে করুক খেলা তার স্বপনের সাথে
আসুক জেনে কোথায় কখন দেখা হবে কোন প্রভাতে।
স্বপ্ন দিয়ে স্বপ্নে পরাই হৃদয় গাঁথা মালা,
আমার স্বপ্নগুলো তার মনেতে ফুটাক ফুল, মেলুক ডালপালা।
যাক না তারা চলে রূপ কথার দেশে
যেথায় ঘুমিয়ে আছে মনের কন্যা স্বপ্ন আবেশে।
আমার স্বপ্ন গিয়ে করুক খেলা তার স্বপনের সাথে
আসুক জেনে কোথায় কখন দেখা হবে কোন প্রভাতে।
স্বপ্ন দিয়ে স্বপ্নে পরাই হৃদয় গাঁথা মালা,
আমার স্বপ্নগুলো তার মনেতে ফুটাক ফুল, মেলুক ডালপালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৯/২০১৭অনেক ভালোলাগা।
-
শ.ম. শহীদ ০৭/০৯/২০১৭চমৎকার।
শুভেচ্ছা হাজারটা নীল অপরাজিতার। -
সাইয়িদ রফিকুল হক ০৭/০৯/২০১৭ভালো।
-
ন্যান্সি দেওয়ান ০৬/০৯/২০১৭Nice..