আমার জোৎস্নাভরা আঙিনায়
অচেনা পথিক এসেছিল এ পথে একদা
ছিল না তার কোথাও থামিবার কথা
তবু ক্লান্ত তৃষিত হয়ে সে এসেছিল আমার দুয়ারে।
বলেছিল – জল দাও, প্রাণ যে যায়!
ভাবি বসে, কেন বিধাতা তারে এনেছিল এই পথছায়ায়
পেল সে জল, পেল প্রাণ,
তবু ভুলিল সে পথের কথা, আমাতে রহিল মগন
আমিও আপনা হারায়ে ভুলিলাম আপনারে
তার তৃষা এসে তৃষিত করিল আমারে
অন্তর নিল কাড়ি, আমি বাঁধিলাম তারে আমার ঘরে!
আজ আর সে পথ নাহি খুঁজে পায়
সকলি তার হয়েছে সমাপ্ত আমার জোৎস্নাভরা আঙিনায়!
ছিল না তার কোথাও থামিবার কথা
তবু ক্লান্ত তৃষিত হয়ে সে এসেছিল আমার দুয়ারে।
বলেছিল – জল দাও, প্রাণ যে যায়!
ভাবি বসে, কেন বিধাতা তারে এনেছিল এই পথছায়ায়
পেল সে জল, পেল প্রাণ,
তবু ভুলিল সে পথের কথা, আমাতে রহিল মগন
আমিও আপনা হারায়ে ভুলিলাম আপনারে
তার তৃষা এসে তৃষিত করিল আমারে
অন্তর নিল কাড়ি, আমি বাঁধিলাম তারে আমার ঘরে!
আজ আর সে পথ নাহি খুঁজে পায়
সকলি তার হয়েছে সমাপ্ত আমার জোৎস্নাভরা আঙিনায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ০৭/০৯/২০১৭bah sundor hoisey...:)
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৯/২০১৭সুন্দর।
-
অর্ক রায়হান ০৬/০৯/২০১৭অনুপাত।
-
শ.ম. শহীদ ০৬/০৯/২০১৭অনন্য।