সেই স্মৃতি বুকে নিয়ে
ঝরা পাতার মর্মরে
তুমি কি শুধুই দেখ বেদনা,
কত সুখের স্মৃতি
সেথা আছে লুকায়
তুমি কি দেখতে পাও না?
সবুজ দিনের হাসি
আলোর ছোঁয়ায়
জাগতো স্বপন রাশি রাশি,
ফুলে ফলে পল্লবিত
শাখায় শাখায় জাগতো দোলনা।
সে ছিল যে সত্যি ওগো
সেই স্মৃতি বুকে নিয়ে
আজকে তুমি অনন্দেতে ভেসে চল না!
তুমি কি শুধুই দেখ বেদনা,
কত সুখের স্মৃতি
সেথা আছে লুকায়
তুমি কি দেখতে পাও না?
সবুজ দিনের হাসি
আলোর ছোঁয়ায়
জাগতো স্বপন রাশি রাশি,
ফুলে ফলে পল্লবিত
শাখায় শাখায় জাগতো দোলনা।
সে ছিল যে সত্যি ওগো
সেই স্মৃতি বুকে নিয়ে
আজকে তুমি অনন্দেতে ভেসে চল না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৬/০৯/২০১৭বাহ্ ♥
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৯/২০১৭বেশ তো।
-
শ.ম. শহীদ ০৫/০৯/২০১৭খুব সুন্দ হয়েছে।
-
বিদ্রোহী শিহাব ০৫/০৯/২০১৭বিশ্বাস করো প্রিয়-
তোমার স্মৃতি আঁকড়ে ধরে
আজও ছুটে চলি আমি
তোমার মাঝে হারিয়ে যেতে
কিন্তু- তুমি আজ কাছে থেকেও
দূরের কোন এক অজানা মানব!