একবিন্দু শিশির
একবিন্দু শিশির, সে যে এক আকাশ সাগর
ঝরেছে ঘাসের উপর ভরেছে আমার অন্তর!
অন্ধকারে লক্ষ তারার মাঝে
রাতের স্বপ্ন আমার গেল ঝরে,
তোমায় খুঁজে ক্লান্ত আমি
ছিলাম আশায় ঊষা আসবে কখন ভোরে।
ঘুম হতে আজ জেগে দেখি
হারানো সে স্বপ্ন আমার
ছড়িয়ে আছে পথে পথে
ঘাসের বুকে নিয়ে সাথে হৃদয় তোমার!
ঝরেছে ঘাসের উপর ভরেছে আমার অন্তর!
অন্ধকারে লক্ষ তারার মাঝে
রাতের স্বপ্ন আমার গেল ঝরে,
তোমায় খুঁজে ক্লান্ত আমি
ছিলাম আশায় ঊষা আসবে কখন ভোরে।
ঘুম হতে আজ জেগে দেখি
হারানো সে স্বপ্ন আমার
ছড়িয়ে আছে পথে পথে
ঘাসের বুকে নিয়ে সাথে হৃদয় তোমার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Abdullah Al Mamun ০৫/০৯/২০১৭Onek valor
-
শ.ম. শহীদ ০৪/০৯/২০১৭দারুণ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৯/২০১৭খুব ভালো লাগল।
-
কামরুজ্জামান সাদ ০৪/০৯/২০১৭অনুপ দা, ভাল লিখেছেন।