আর এলে না আসার কথা বলে
কোথায় তুমি গেলে চলে
আসার কথা বলে
আর এলে না – শুধু ফেলে গেলে
অশ্রুভেজা একখানি রুমাল।
সেই থেকে আমি
তোমার তরে হয়েছি পাগল।
বারে বারে আসি ফিরে
বসি সেই নদীর তীরে
প্রশ্ন করি, “জানো কি
আর সে আসিবে কি ফিরে,
পিছনে কি সে আর ফিরে ফিরে চায়,
অথবা, ভুলে যায় ফেলে আসা সব কিছু
তোমারি মতন, ওগো নদী চির চঞ্চল?”
আসার কথা বলে
আর এলে না – শুধু ফেলে গেলে
অশ্রুভেজা একখানি রুমাল।
সেই থেকে আমি
তোমার তরে হয়েছি পাগল।
বারে বারে আসি ফিরে
বসি সেই নদীর তীরে
প্রশ্ন করি, “জানো কি
আর সে আসিবে কি ফিরে,
পিছনে কি সে আর ফিরে ফিরে চায়,
অথবা, ভুলে যায় ফেলে আসা সব কিছু
তোমারি মতন, ওগো নদী চির চঞ্চল?”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ০৩/০৯/২০১৭চনৎকার!
-
প্রনব ০৩/০৯/২০১৭হারানো ভালোবাসা......
বিষাদবিধুর। -
শ.ম. শহীদ ০৩/০৯/২০১৭বেশ সুন্দর!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৯/২০১৭অ ন ব দ্য।
-
মুক্তপুরুষ ০৩/০৯/২০১৭সুন্দর লিখছেন 💜
-
সমির প্রামাণিক ০৩/০৯/২০১৭কবি, সে তো এসেছিল তোমার কাছে- ভেজা অশ্রু নিয়ে- তার সব কিছু নিয়ে- ধরা দিতে নিজেকে-
কেন বলনি তাকে- "বসো?" - তাইতো সে...
খুব সুন্দর।
দিন পনের পাতায় থাকতে পারবো না- উত্তরাখণ্ড বেড়াতে যাচ্ছি। এসে কথা হবে। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো। -
মোনালিসা ০৩/০৯/২০১৭ভাল