শরৎ দিনের আলো-ছায়ায়
শরতের হাওয়া কাশবনে করে আসা যাওয়া
কিসের খোঁজে? কে শুভ্রবসনা
সেথা আছে লুকায়ে? ডেকে তারে বারে বারে
আকাশ ফিরে যায়, মেঘের শীতল ছায়া
জাগায় মায়া। তবু একলা বসে হৃদয় মাঝে
নীরব ভাষায় সে বুঝি মনের কথা কয়?
তুমি দেখেছো কি তায়? শুনেছ কি কথা তার?
ফুলে ফুলে কাশের বনে তাই কি তুমি জাগাও
ঢেঊয়ের প্লাবন, পাঠাও শরৎ দিনের
আলো-ছায়ায় আপন ভুলে হারিয়ে যাবার আমন্ত্রণ?
কিসের খোঁজে? কে শুভ্রবসনা
সেথা আছে লুকায়ে? ডেকে তারে বারে বারে
আকাশ ফিরে যায়, মেঘের শীতল ছায়া
জাগায় মায়া। তবু একলা বসে হৃদয় মাঝে
নীরব ভাষায় সে বুঝি মনের কথা কয়?
তুমি দেখেছো কি তায়? শুনেছ কি কথা তার?
ফুলে ফুলে কাশের বনে তাই কি তুমি জাগাও
ঢেঊয়ের প্লাবন, পাঠাও শরৎ দিনের
আলো-ছায়ায় আপন ভুলে হারিয়ে যাবার আমন্ত্রণ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুক্তপুরুষ ০৩/০৯/২০১৭চমৎকার
-
শ.ম. শহীদ ০২/০৯/২০১৭অপূর্ব।
-
কে. পাল ০২/০৯/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৯/২০১৭অনেক ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৯/২০১৭ভালো।