তুই আসিস নারে হয়ে এমন মরণ
নদীতে বান এল, ধরে কে রাখে সে ধারা,
ভুলে গেল কোথায় ছিল, ছুটে এল আপন হারা
ভাসিয়ে দিতে দুকুল
যে যার মতো গেলো একুল-ওকুল,
ভাবলো নাতো ভাঙ্গবে কত কপাল।
কোন্ পাড়ে কার ঘরে বানের স্রোতে ভাসবে সকাল,
কান্নাভরা শোকে হারিয়ে দিশা
দিন-দুপুরে অমানিশার অন্ধকারে
কাল হবে যে অকাল। ভেসে যাবে
কার হৃদয়ের মানিক, কেউ হারাবে আপনজন,
ক্ষুধার জ্বালায় দুখের সীমায় ভাসবে অসুখ অকারণ।
ওরে বন্যা, তুই আসিস নারে হয়ে এমন মরণ!
ভুলে গেল কোথায় ছিল, ছুটে এল আপন হারা
ভাসিয়ে দিতে দুকুল
যে যার মতো গেলো একুল-ওকুল,
ভাবলো নাতো ভাঙ্গবে কত কপাল।
কোন্ পাড়ে কার ঘরে বানের স্রোতে ভাসবে সকাল,
কান্নাভরা শোকে হারিয়ে দিশা
দিন-দুপুরে অমানিশার অন্ধকারে
কাল হবে যে অকাল। ভেসে যাবে
কার হৃদয়ের মানিক, কেউ হারাবে আপনজন,
ক্ষুধার জ্বালায় দুখের সীমায় ভাসবে অসুখ অকারণ।
ওরে বন্যা, তুই আসিস নারে হয়ে এমন মরণ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনির্বাণ সূর্যকান্ত ০৯/০৯/২০১৭ভালো লাগলো। এগিয়ে যাক কবিতা
-
সমির প্রামাণিক ৩১/০৮/২০১৭বন্যা, সত্যিই তুই আসিস না। বন্যার করুণ ছবির- দারুন প্রকাশ। শুভেচ্ছা কবিকে।
-
রইস উদ্দিন খান আকাশ ৩১/০৮/২০১৭বন্যার প্রোতিকছবি