মাটিতে লুটায় আশা
আপন খেয়ালে এসেছিলে কাছে
তবু চলে গেলে যখন চেয়েছি রাখিতে পাশে।
ভোরের আলো ঝরিয়া গেল
ঝড়ের পূর্বাভাসে
শেফালী ফুটিবার আগে প্রভাতের শান্ত বাতাসে।
মনে মনে গুঞ্জরণে
প্রজাপতি মেলেছিল রঙিন পাখা,
প্রবল হাওয়ায় ভেংগে সে যায়
মাটিতে লুটায় স্বপ্ন জড়ানো আশা,
আমি চেয়ে চেয়ে দেখি হারায়ে সকল ভাষা!
তবু চলে গেলে যখন চেয়েছি রাখিতে পাশে।
ভোরের আলো ঝরিয়া গেল
ঝড়ের পূর্বাভাসে
শেফালী ফুটিবার আগে প্রভাতের শান্ত বাতাসে।
মনে মনে গুঞ্জরণে
প্রজাপতি মেলেছিল রঙিন পাখা,
প্রবল হাওয়ায় ভেংগে সে যায়
মাটিতে লুটায় স্বপ্ন জড়ানো আশা,
আমি চেয়ে চেয়ে দেখি হারায়ে সকল ভাষা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ৩০/০৮/২০১৭আশাহীন - ভাষাহীন। খুব সুন্দর।
-
প্রিয় ৩০/০৮/২০১৭
অসাধারণ -
সাইয়িদ রফিকুল হক ৩০/০৮/২০১৭সুন্দর!
-
অর্ক রায়হান ৩০/০৮/২০১৭অনন্য।
-
মুক্তপুরুষ ৩০/০৮/২০১৭ভালোবাসা রইল