সে আসে রাতের মায়ায়
পাহাড় কি শান্ত, দাঁড়িয়ে আছে চুপচাপ
কোথায়ও যাবার কথা সে ভাবে কি কখনো?
দিনরাত কোন ঈশারায় কার ধ্যানে নিমগ্ন
শুধু সেই তা জানে। দিনের আলো
কিছুতেই তাকে চঞ্চল করে না। তবু সে
স্বপ্ন দেখে, সেই দিবাস্বপ্নের মধ্যে খুঁজে পায়
আকাশকে, হাত বাড়িয়ে তাকে ছোঁয়,
আর কাউকে সে চায় না, শুধু আকাশকেই।
পাহাড় কখনো আকাশের নাগাল পায় না,
স্বপ্নের সে আকাশ আরো, আরো উপরে উঠে যায়!
স্বপ্ন ভেঙে পাহাড় জেগে ওঠে বেদনায়, তখন আকাশে
কত তারা! মিট মিট করে পাহাড়ের উপর
মধুময় জোছনার পেলবতা ছড়িয়ে হাসিতে খুশী
আকাশ নেমে আসে পাহাড়ের গায়ে।
স্বপ্নে যাকে পায় নাই, সে আসে রাতের মায়ায়!
কোথায়ও যাবার কথা সে ভাবে কি কখনো?
দিনরাত কোন ঈশারায় কার ধ্যানে নিমগ্ন
শুধু সেই তা জানে। দিনের আলো
কিছুতেই তাকে চঞ্চল করে না। তবু সে
স্বপ্ন দেখে, সেই দিবাস্বপ্নের মধ্যে খুঁজে পায়
আকাশকে, হাত বাড়িয়ে তাকে ছোঁয়,
আর কাউকে সে চায় না, শুধু আকাশকেই।
পাহাড় কখনো আকাশের নাগাল পায় না,
স্বপ্নের সে আকাশ আরো, আরো উপরে উঠে যায়!
স্বপ্ন ভেঙে পাহাড় জেগে ওঠে বেদনায়, তখন আকাশে
কত তারা! মিট মিট করে পাহাড়ের উপর
মধুময় জোছনার পেলবতা ছড়িয়ে হাসিতে খুশী
আকাশ নেমে আসে পাহাড়ের গায়ে।
স্বপ্নে যাকে পায় নাই, সে আসে রাতের মায়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৮/২০১৭পাহাড় আমাদের প্রাকৃতিক শিক্ষক।