ছড়িয়ে দিল রংগুলি সব ইচ্ছামত
এক ক্লান্ত পথিক
এতক্ষণ বট তলায় বসেছিল,
এবার সে উঠে পড়ে
তার যাবার সময় হল;
অবসন্ন বিকেল
তখন স্পর্শ করে রোদের দীর্ঘ ছায়া।
সহসা মেঘ আসে আকাশে
সন্ধ্যায় ছড়িয়ে দিল রংগুলি সব ইচ্ছামত,
রাখলো না আর এতটুকুও তার হাতে
সব বিলিয়ে দিন চলেছে অস্তপথে,
রাতের জন্যও রইল না তার কিছু আর।
রাতও তো চায় না এতটুকুও এসবের,
সে তো দেখতে পায় না,
অন্ধকারের কিইবা প্রয়োজন কোনো রংয়ের?
এতক্ষণ বট তলায় বসেছিল,
এবার সে উঠে পড়ে
তার যাবার সময় হল;
অবসন্ন বিকেল
তখন স্পর্শ করে রোদের দীর্ঘ ছায়া।
সহসা মেঘ আসে আকাশে
সন্ধ্যায় ছড়িয়ে দিল রংগুলি সব ইচ্ছামত,
রাখলো না আর এতটুকুও তার হাতে
সব বিলিয়ে দিন চলেছে অস্তপথে,
রাতের জন্যও রইল না তার কিছু আর।
রাতও তো চায় না এতটুকুও এসবের,
সে তো দেখতে পায় না,
অন্ধকারের কিইবা প্রয়োজন কোনো রংয়ের?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২৮/০৮/২০১৭ভালো লাগলো প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৮/২০১৭বেশ!
-
সুশান্ত বিশ্বাস ২৮/০৮/২০১৭চমৎকার
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৮/২০১৭খুব ভালো।