ভালোবাসি এই ধরনীরে
যদি নাই বা এল সুখের প্রভাত, কাটাই বিষাদ রাত,
কষ্ট যদি মনের মাঝে সদা বাজে,
ফুল যদি নাই বা পারি তুলতে
শুধু কাঁটার আঘাত রক্ত ঝরায় বেদনাতে,
শূন্য মনে দিবস শেষে যদি পথের পরে থাকি বসে,
নাই যদি বা থাকলো কোন গৃহকোন
দুঃখ-দহন-গ্লানি সেই যদি হয় সাথী আমার সারা জীবন -
তবু আমি ভালোবাসি এই ধরনীরে,
ভালোবেসে আমাকে দিয়েছে সে অমূল্য মোর প্রাণ,
দিনের ছায়া রাতের আঁধার মাটির ছোয়া,
সকলি আমার তরে তার ভালোবাসার দান,
প্রতিদিন আমার মনে জাগায় সে নতুন দিনের আশা।
আমি তাই বাসি ভালো সবকিছু তার, এ জগতে
আর কেউ না থাকুক, কিছুই না পাই, সে রয়েছে আমার!
কষ্ট যদি মনের মাঝে সদা বাজে,
ফুল যদি নাই বা পারি তুলতে
শুধু কাঁটার আঘাত রক্ত ঝরায় বেদনাতে,
শূন্য মনে দিবস শেষে যদি পথের পরে থাকি বসে,
নাই যদি বা থাকলো কোন গৃহকোন
দুঃখ-দহন-গ্লানি সেই যদি হয় সাথী আমার সারা জীবন -
তবু আমি ভালোবাসি এই ধরনীরে,
ভালোবেসে আমাকে দিয়েছে সে অমূল্য মোর প্রাণ,
দিনের ছায়া রাতের আঁধার মাটির ছোয়া,
সকলি আমার তরে তার ভালোবাসার দান,
প্রতিদিন আমার মনে জাগায় সে নতুন দিনের আশা।
আমি তাই বাসি ভালো সবকিছু তার, এ জগতে
আর কেউ না থাকুক, কিছুই না পাই, সে রয়েছে আমার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৮/০৮/২০১৭চমৎকার উপস্থাপনা
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৮/২০১৭ভালো।
-
অর্ক রায়হান ২৭/০৮/২০১৭দারুণ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৮/২০১৭খুব ভালো।
-
সমির প্রামাণিক ২৭/০৮/২০১৭সঠিক সিদ্ধান্ত- "আর কেউ না থাকুক--- সে রয়েছে আমার।" সুন্দর। শুভেচ্ছা কবিকে।
-
কে. পাল ২৭/০৮/২০১৭Sundor
-
সুলতান মাহমুদ ২৭/০৮/২০১৭nice