রেখে যাব হৃদয়
দিবসের শেষে সবারে ডাকিয়া কহিল রবি,
পেও না ভয়, আমি রেখে যাব আমার হৃদয়
জ্বালায়ে মাটির প্রদীপ শিখায়, দিবে সে আলো
সারা রাত ধরি তোমাদের সাথে রবে আগামী
ভোরের প্রেরণায়। আমার ছায়া দেখিবে
চাঁদের জোছনায়, লাবন্যময়ী সুকোমল দীপ্তি তার
আনিবে নিদ্রা স্বপ্নময়। আগামী প্রভাতে
বিশ্বকাজে আবার জাগিবে সকলে
আমার সাথে ঊষার মোহনীয় মায়ায়!
পেও না ভয়, আমি রেখে যাব আমার হৃদয়
জ্বালায়ে মাটির প্রদীপ শিখায়, দিবে সে আলো
সারা রাত ধরি তোমাদের সাথে রবে আগামী
ভোরের প্রেরণায়। আমার ছায়া দেখিবে
চাঁদের জোছনায়, লাবন্যময়ী সুকোমল দীপ্তি তার
আনিবে নিদ্রা স্বপ্নময়। আগামী প্রভাতে
বিশ্বকাজে আবার জাগিবে সকলে
আমার সাথে ঊষার মোহনীয় মায়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২১/০৬/২০১৮খুব সুন্দর
-
আমি-তারেক ২৬/০৮/২০১৭Subdor title...
-
কামরুজ্জামান সাদ ২৬/০৮/২০১৭ভাল লেখা
-
সুশান্ত বিশ্বাস ২৬/০৮/২০১৭অপূর্ব , বেশ চমৎকার
-
সমির প্রামাণিক ২৬/০৮/২০১৭শাশ্বত। উপস্থাপন সুন্দর। শুভেচ্ছা কবিকে।