স্বপ্নগুলো উড়ে বেড়ায়
সূর্য ডুবে গেলে আলোর রং বদলে যায়, সে হয় আঁধার কালো,
আমার সারাদিনের ক্লান্তিগুলো ফুটে ওঠে স্বপ্নে হয়ে আলো।
যতই বলি, কি কাজ আমার এত স্বপ্ন দেখার,
জীবনটা তো কঠিন অনেক, ব্যস্ত আমি নেই অবসর।
তবু ওরা ছাড়ে না আমায়, হারিয়ে ফেলি আপনাকে ঘুমের আবেশে,
স্বপ্নগুলো উড়ে বেড়ায় অসীম আশায় রুপোর ঝলক চারপাশে!
আমার সারাদিনের ক্লান্তিগুলো ফুটে ওঠে স্বপ্নে হয়ে আলো।
যতই বলি, কি কাজ আমার এত স্বপ্ন দেখার,
জীবনটা তো কঠিন অনেক, ব্যস্ত আমি নেই অবসর।
তবু ওরা ছাড়ে না আমায়, হারিয়ে ফেলি আপনাকে ঘুমের আবেশে,
স্বপ্নগুলো উড়ে বেড়ায় অসীম আশায় রুপোর ঝলক চারপাশে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৫/০৮/২০১৭অ ন ব দ্য।
-
হাসান হামিদ ২৫/০৮/২০১৭দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৮/২০১৭স্বপ্নগুলো মধুর!
-
সুশান্ত বিশ্বাস ২৫/০৮/২০১৭খুব ভালো হয়েছে |||
-
আব্দুল হক ২৫/০৮/২০১৭আপনার লিখাটি সুন্দর বেশ, লিখেছেন অনেক