সকলে জাগিবে আবার
যদি সে ফুল ধূলায় লুটায় সাঁঝে
ঝরে পড়ে
বনের ছায়ায়,
যদি সে নদী গতি হারায়
ঘোরে ঘুর্ণাবর্তে
বাহিরে যাবার পথ খুঁজে না পায়,
যদি সে মন আবেগভরে আপন ভুলে
ওঠে দুলে
আপনা হারায়
অকূল কূলে -
হোক না তবে তাই।
তৃণের শীর্যে সকলে জাগিবে আবার
ঊষার বাতাসে
বিন্দু বিন্দু অমৃত ছন্দে
নির্মল উজ্জ্বল
শিশিরের বেশে
আশা ও আনন্দে
নতুন আভাসে
শরৎ দিনের প্রথম উচ্ছ্বাসে!
ঝরে পড়ে
বনের ছায়ায়,
যদি সে নদী গতি হারায়
ঘোরে ঘুর্ণাবর্তে
বাহিরে যাবার পথ খুঁজে না পায়,
যদি সে মন আবেগভরে আপন ভুলে
ওঠে দুলে
আপনা হারায়
অকূল কূলে -
হোক না তবে তাই।
তৃণের শীর্যে সকলে জাগিবে আবার
ঊষার বাতাসে
বিন্দু বিন্দু অমৃত ছন্দে
নির্মল উজ্জ্বল
শিশিরের বেশে
আশা ও আনন্দে
নতুন আভাসে
শরৎ দিনের প্রথম উচ্ছ্বাসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৫/০৮/২০১৭ভোরের শিশিরের মতো স্নিগ্ধ। খুব সুন্দর। শুভেচ্ছা কবিকে।
-
ন্যান্সি দেওয়ান ২৫/০৮/২০১৭Sweet poem.