জীবন
সেদিন মাত্র যে ধরার কোলে এলো
সবার চোখের আলো হয়ে,
আকাশে ডানা মেলে এক ঝাক বিস্ময় নিয়ে চোখে,
সে আজ বুড়িমা, কত শাখা-প্রশাখা
তাকে ছাড়িয়ে-জড়িয়ে গেল
কত পাতা-ফুলে সাজ-সজ্জ্বায় যৌবনের স্নিগ্ধা দিনগুলি অতিক্রম করে
আজ সে অনেক ক্লান্ত, এবার শেষ বিশ্রাম চায়।
পিছনে ফিরে তাকায়
ফেলে আসা স্মৃতিগুলো বলে, আয়, আয়, ফিরে আয়।
ফিরতে সেও চায়, কিন্তু ফিরবে কেমনে?
সে দিনে কি আর ফিরে যাওয়া যায়?
শুধু চেয়ে দেখা, শুধু মনের এলবামে কতকগুলো ছবি,
অনেক কিছু তার এখনো উজ্জ্বল, অনেক কিছু ফিকে।
তারই মাঝে উঁকি দেয় নানা কথা,
হাসি, কান্না, বিলাস, আয়াস, প্রেমপ্রীতি, ভালোবাসা,
এক গুচ্ছ আশা, নানা হতাশা, হৃদয়ের স্পন্দন -
আজ সব ছায়া মনে হয়, দীর্ঘ হয়েছে অনেক,
অপেক্ষায় আছে
একটু পরে মিশে যেতে সাঁঝের আঁধারে চিরতর!
সবার চোখের আলো হয়ে,
আকাশে ডানা মেলে এক ঝাক বিস্ময় নিয়ে চোখে,
সে আজ বুড়িমা, কত শাখা-প্রশাখা
তাকে ছাড়িয়ে-জড়িয়ে গেল
কত পাতা-ফুলে সাজ-সজ্জ্বায় যৌবনের স্নিগ্ধা দিনগুলি অতিক্রম করে
আজ সে অনেক ক্লান্ত, এবার শেষ বিশ্রাম চায়।
পিছনে ফিরে তাকায়
ফেলে আসা স্মৃতিগুলো বলে, আয়, আয়, ফিরে আয়।
ফিরতে সেও চায়, কিন্তু ফিরবে কেমনে?
সে দিনে কি আর ফিরে যাওয়া যায়?
শুধু চেয়ে দেখা, শুধু মনের এলবামে কতকগুলো ছবি,
অনেক কিছু তার এখনো উজ্জ্বল, অনেক কিছু ফিকে।
তারই মাঝে উঁকি দেয় নানা কথা,
হাসি, কান্না, বিলাস, আয়াস, প্রেমপ্রীতি, ভালোবাসা,
এক গুচ্ছ আশা, নানা হতাশা, হৃদয়ের স্পন্দন -
আজ সব ছায়া মনে হয়, দীর্ঘ হয়েছে অনেক,
অপেক্ষায় আছে
একটু পরে মিশে যেতে সাঁঝের আঁধারে চিরতর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৮/২০১৭অ ন ব দ্য।
-
ফয়জুল মহী ২৪/০৮/২০১৭ভাল লাগল
-
কামরুজ্জামান সাদ ২৪/০৮/২০১৭ভালোই তো লেখেন।আমাকে একটু শিখিয়েন।