জোছনা তার ফুটাক পুষ্প
চাঁদ কেন আকাশে থেকে জোছনা ছড়ায়,
কেন সে আসে না কাছে? দূরে থেকে
সেকি সত্যি ধরনীকে ভালোবাসে?
জোছনা তার প্রিয় মুখ হাসি মাখা,
হৃদয়ের প্রেম স্বপনে আঁকা,
মনোরম রূপ কবিতায় কাব্য লেখা,
নয়নের দীপ্তি চেয়ে চেয়ে বিশ্ব দেখা,
হৃদয় পরশ করে অন্তরে অন্তর ছুঁয়ে থাকা।
যেখানে ইচ্ছা থাকুক চাঁদ দূরে,
শুধু জোছনা তার ভালোবাসিয়া
আসিয়া পড়ুক ধরনীর পর
ফুটাক পুষ্প মায়ায় ভরিয়ে আমার ঘর!
কেন সে আসে না কাছে? দূরে থেকে
সেকি সত্যি ধরনীকে ভালোবাসে?
জোছনা তার প্রিয় মুখ হাসি মাখা,
হৃদয়ের প্রেম স্বপনে আঁকা,
মনোরম রূপ কবিতায় কাব্য লেখা,
নয়নের দীপ্তি চেয়ে চেয়ে বিশ্ব দেখা,
হৃদয় পরশ করে অন্তরে অন্তর ছুঁয়ে থাকা।
যেখানে ইচ্ছা থাকুক চাঁদ দূরে,
শুধু জোছনা তার ভালোবাসিয়া
আসিয়া পড়ুক ধরনীর পর
ফুটাক পুষ্প মায়ায় ভরিয়ে আমার ঘর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৬/০৮/২০১৭Sundor vabna - title tao valo onek...futak puspo...
-
ফয়জুল মহী ২৪/০৮/২০১৭বেশ উত্তম, ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৮/২০১৭জোছনা ঝরবে।
-
সমির প্রামাণিক ২৩/০৮/২০১৭সুন্দর ইচ্ছায়- জোছনায়। চমৎকার।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৮/২০১৭অ ন ব দ্য।
-
অর্ক রায়হান ২৩/০৮/২০১৭বেশ ভালো।
-
মনিরুল ইসলাম ফারাবী ২২/০৮/২০১৭সুন্দর