সেই নদী হয়েছে মৃত
একদা চঞ্চল গভীর একটি নদী ছিল এইখানে
বর্ষার সংগীতে নেচে নেচে উচ্ছ্বসিত প্রাণে
সব জল বয়ে নিয়ে যেতো সাগরকে উপহার দিতে।
সেই নদী আজ আর নেই, হয়েছে মৃত,
ইতিহাসও তার হয়েছে বিলীন, স্বর্নালী
মাঠের উৎসবও হারিয়ে গিয়েছে
বন্ধ্যাত্বে। কেউ আর জাগে না, পড়ে আছে
পলিভরা শীর্ণকায় এক শরীর।
ঢল নেমে এলে আর পারে না সে
কাউকে অভয় দিতে। চারপাশে
তাই সব এখন তলায় প্রবল বন্যায়,
সীমানা ছাড়িয়ে জল ওঠে ছাদে,
ভেসে যায় ঘর বাড়ী সংসার,
অসহায় কান্না চারিদিক, আর্তের কলরব।
নীরবে দেখে, আকাশও কাঁদে মানুষের বেদনায়।
বর্ষার সংগীতে নেচে নেচে উচ্ছ্বসিত প্রাণে
সব জল বয়ে নিয়ে যেতো সাগরকে উপহার দিতে।
সেই নদী আজ আর নেই, হয়েছে মৃত,
ইতিহাসও তার হয়েছে বিলীন, স্বর্নালী
মাঠের উৎসবও হারিয়ে গিয়েছে
বন্ধ্যাত্বে। কেউ আর জাগে না, পড়ে আছে
পলিভরা শীর্ণকায় এক শরীর।
ঢল নেমে এলে আর পারে না সে
কাউকে অভয় দিতে। চারপাশে
তাই সব এখন তলায় প্রবল বন্যায়,
সীমানা ছাড়িয়ে জল ওঠে ছাদে,
ভেসে যায় ঘর বাড়ী সংসার,
অসহায় কান্না চারিদিক, আর্তের কলরব।
নীরবে দেখে, আকাশও কাঁদে মানুষের বেদনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২২/০৮/২০১৭অনবদ্য।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৮/২০১৭সুন্দর ছবি।
-
সমির প্রামাণিক ২২/০৮/২০১৭সুন্দরী নদীর কথা-
যে ছিল কোনকালে বহতা / আজ সে সত্যিই মৃতা / তাইতো,ঢল নেমে এসে ভাসিয়ে দেয়/ চারপাশ বন্যায়- কান্নায়।
চমৎকার। সাম্প্রতিক বিষয়ের সুন্দর কথামালা। কবিকে শুভেচ্ছা জানাই। -
কামরুজ্জামান সাদ ২২/০৮/২০১৭অপূর্ব কথামালায় সাজানো একটি লেখা।অভিনন্দন অনুপ দাদা।
-
সুশান্ত বিশ্বাস ২১/০৮/২০১৭অনেক ভালো হয়েছে। চালিয়ে যান