প্রবঞ্চণার শিকার
কোন এক সন্ধ্যায় তারা ওঠা অন্ধকারে
তুমি আমার হৃদয় চেয়ছিলে শতজন্মের অধিকারে।
কিছু না বুঝে আমিও দিয়েছিলাম,
তোমার হৃদয় পাব বিনিময়ে সে বিশ্বাসে।
কিছু বাকী ছিল না আর দেবার -
তুমি নিলে, ভেবেছিলাম আমিও পেলাম।
কতকাল কেটে গেল এমনি ভাবে।
অকস্মাৎ একদিন সত্যের মুখোমুখী,
বুঝতেই দেখি গিয়েছি ঠকে, আমি
হয়েছি এক মিথ্যুকের মিথ্যা প্রবঞ্চণার শিকার!
তুমি আমার হৃদয় চেয়ছিলে শতজন্মের অধিকারে।
কিছু না বুঝে আমিও দিয়েছিলাম,
তোমার হৃদয় পাব বিনিময়ে সে বিশ্বাসে।
কিছু বাকী ছিল না আর দেবার -
তুমি নিলে, ভেবেছিলাম আমিও পেলাম।
কতকাল কেটে গেল এমনি ভাবে।
অকস্মাৎ একদিন সত্যের মুখোমুখী,
বুঝতেই দেখি গিয়েছি ঠকে, আমি
হয়েছি এক মিথ্যুকের মিথ্যা প্রবঞ্চণার শিকার!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রনব ২০/০৮/২০১৭
-
সাইয়িদ রফিকুল হক ২০/০৮/২০১৭সুন্দর!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৮/২০১৭বা, বেশ! শুভেচ্ছা।
-
সমির প্রামাণিক ২০/০৮/২০১৭এমন প্রবঞ্চনা ঘটছে কবি- বারবার। তবু, ভালো তো বাসতেই হবে। ভালবেসে ঠকে যাই তাই বারেবারে। খুব সুন্দর উপস্থাপনা।
-
মোনালিসা ২০/০৮/২০১৭দারুন
-
একরামুল হক ২০/০৮/২০১৭অনবদ্য
তবুও ঠকি এসো বসি
মুখোমুখি।