আসবে নতুন
ঝড়ের কালো মেঘে শুধু কি ধংস কথা কয়?
জীবন সেথা মর্মে আছে শান্তমনে লুকায়।
ভেঙ্গে যাক ভাঙার যাহা, ঝরার যাহা পড়ুক ঝরে,
ভেঙ্গে যাক ভিত পুরাতন, ভয় উঠুক কেঁপে ঝড়ে,
পথহারা হোক শংকিত মন দিশেহারা প্রান্তরে,
ঘুচে যাক পথের চিহ্ন ভেসে প্রবল জোয়ারে।
শংকা-ভীত-জীর্ণ অতীত ঝরে আসবে নতুন,
প্রভাত আলো শুভ উজ্জ্বল আনবে নব জীবন।
জীবন সেথা মর্মে আছে শান্তমনে লুকায়।
ভেঙ্গে যাক ভাঙার যাহা, ঝরার যাহা পড়ুক ঝরে,
ভেঙ্গে যাক ভিত পুরাতন, ভয় উঠুক কেঁপে ঝড়ে,
পথহারা হোক শংকিত মন দিশেহারা প্রান্তরে,
ঘুচে যাক পথের চিহ্ন ভেসে প্রবল জোয়ারে।
শংকা-ভীত-জীর্ণ অতীত ঝরে আসবে নতুন,
প্রভাত আলো শুভ উজ্জ্বল আনবে নব জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৮/২০১৭খুব ভালো।
-
স্বপ্নীল মিহান ১৭/০৮/২০১৭ভাল লিখেছেন, শুভ কামনা