স্মৃতির নিবিড় মায়ায়
খুশীতে ঢেউ তুলে দীঘির জলে
এপার হতে ওপারে বাতাস নেচে বেড়ায়।
আকাশ বলে, আমি কেন আছি বসে দূরেতে,
মুখেতে হাসিয়া নীচেতে আসিয়া
জলের মাঝে আপনার ছায়া এঁকে দেয়।
সারাদিন এমনি খেলা খেলে
আকাশ আর বাতাস দীঘির কোলে
হৃদয় হারায় হৃদয়ের ব্যথায়,
বাঁধে দুজনারে স্মৃতির নিবিড় মায়ায়!
এপার হতে ওপারে বাতাস নেচে বেড়ায়।
আকাশ বলে, আমি কেন আছি বসে দূরেতে,
মুখেতে হাসিয়া নীচেতে আসিয়া
জলের মাঝে আপনার ছায়া এঁকে দেয়।
সারাদিন এমনি খেলা খেলে
আকাশ আর বাতাস দীঘির কোলে
হৃদয় হারায় হৃদয়ের ব্যথায়,
বাঁধে দুজনারে স্মৃতির নিবিড় মায়ায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ১৫/০৮/২০১৭সুন্দর বটে।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৮/২০১৭বেশ!
-
মোনালিসা ১৫/০৮/২০১৭বেশ
-
তীর্থের কাক ১৫/০৮/২০১৭সুুন্দর